শ্রমিকদের পাশে ঐশী ঘোষ, ২০০ পরিবারের কাছে পৌঁছে দিলেন খাবার

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার। এখন সময় যত এগোচ্ছে ততই বাড়ছে লক ডাউন। সব কটি রাজ‍্য বাড়ানো হয়েছে লক ডাউন। আর এই সময় গরিব মানুষের কথা ভেবে সাহায্য করছে অনেকেই ।আর এবার তাদের পাশে দাঁড়ালেন জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ ।

দেশের মানুষের কথা ভেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,রেলমন্ত্রী পীযূষ গোয়েল, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাথে সাক্ষাতের পরে এই বড় সিদ্ধান্ত জানান । সারা পৃথিবীতে এখন করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ৩৪ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে, আর করোনাতে মৃত্যুর কারণ রোজ বেড়েই চলছে।

প্রায় ২০০ ঠিকা শ্রমিক ও তাঁদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ঐশীরা।দুর্গাপুরের সগড়ভাঙা এলাকায় গ্রাফাইড কারখানার ঠিকা শ্রমিক ও তাদের পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আর এই সব খাওয়া দেওয়ার দায়িত্বে ছিলো সিটু। আর এর মধ্যেই ঐশী নিজে দাঁড়িয়ে থেকে সব মানুষদের সাহায্যে করেন। সারা দেশে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সবাই ঘরে বন্দী। রাস্তায় লক নেই সারা দেশে জুড়ে চলছে লক ডাউন আর এতেই সমস্যায় পড়তে হয়েছে গরিব মানুষদের আর এই সময় তাদের সাহায্য করতে এগিয়ে আসে ঐশী।

ঐশী এদিন বলেন,”সরকারি সদিচ্ছার অভাবে গরিব মানুষ খাবার পাচ্ছে না। ফলে তাঁরা রাস্তায় বেরিয়ে পড়তে পারে। আর তেমনটা হলে লকডাউটাই ব্যর্থ হবে। এই সময় আমরা তাদের সাহায্য করার কথা ভেবেই এগিয়ে এসেছি। “

সম্পর্কিত খবর