পুকুর কাটতে গিয়ে উদ্ধার বিষ্ণুমূর্তি, প্রতিষ্ঠা করা হল স্থানীয় দূর্গামন্দিরে

বাংলাহান্ট ডেস্ক: পুকুর খনন করতে গিয়ে মাটি থেকে উঠে এল কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি (vishnu statue)। উত্তর দিনাজপুর (north dinajpur) জেলার কালিয়াগঞ্জ থানার দাসিয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা পুকুর কাটতে গেলে উদ্ধার হয় এই বিষ্ণুমূর্তি। মূর্তিটিকে আপাতত স্থানীয় দূর্গামন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে।

ঘটনাটি ঘিরে চাঞ্চল‍্য সৃষ্টি হয়েছে দাসিয়া গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরেই কালিয়াগঞ্জ জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের কাজ চলছিল গ্রামে। ১০০ দিনের ওই প্রকল্পে পুকুর কাটার কাজ চলছিল।
বৃহস্পতিবার এই কাজেই পুকুর কাটতে গিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করেন স্থানীয়রা। মাটির সঙ্গে উঠে আসে কষ্টিপাথরের মূর্তিটি। স্থানীয় বাসিন্দারাই দূর্গামন্দিরে প্রতিষ্ঠা করেন ওই মূর্তি। শুরু হয়ে যায় পুজোও।

IMG 20200605 152813

দাসিয়া গ্রামের এক বাসিন্দা জানান, বিষ্ণুমূর্তিটিকে আপাতত দূর্গামন্দিরে রেখেই পুজো করা হবে। কিন্তু বিষ্ণমূর্তিটি এল কিভাবে? অপর এক বাসিন্দা, পেশায় ইতিহাসের অধ‍্যাপক। তিনি বলেন, প্রায় হাজার বছর আগে ইটাহার থানার অন্তর্গত জয়হাট অঞ্চলের আমিতি গ্রামের কিছু শিল্পী রাজমহল পাহাড়ের পাথর কেটে কেটে মূর্তি তৈরি করতেন।
সেই সব মূর্তি বিক্রি করা হত নানা জায়গায়। পরে বখতিয়ার খিলজির আমলে সেইসব মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয় পুকুরে। সম্ভবত সেরকমই মূর্তি এতদিন বাদে উঠে এসেছে পুকুর কাটার সঙ্গে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর