করোনা ভাইরাসের আতঙ্ক অলিম্পিক্সের কর্মকর্তাদের মধ্যে, বাতিল হতে পারে টোকিও অলিম্পিক্স।

এই মুহূর্তে চিনে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। চীন ছাড়াও এই মুহূর্তে বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। আর এই মৃত্যু ভাইরাসে সবথেকে বেশি প্রভাবিত হয়েছেন চীনের জনসাধারণের। অপরদিকে ছয় মাস পরে টোকিওতে হতে চলেছে অলিম্পিক্স। সেই কারণে এখন থেকেই চিন্তার ভাঁজ অলিম্পিক্স কর্মকর্তাদের কপালে।

টোকিও অলিম্পিকের চিফ এক্সিকিউটিভ অফিসার তোশিরো মুতো প্যারা অলিম্পিক কমিটির একটি সভায় বলেছেন এই মুহূর্তে চিনে যে হারে ভাইরাস সংক্রমণ ঘটেছে তা নিয়ে আমি বেশ উদ্বিগ্ন। আর তাই টোকিওতে অলিম্পিকসের আসর বসা নিয়ে বেশ চিন্তিত আমি, কারণ এই ভাইরাসের প্রভাবে পড়তে পারে খেলোয়াড়দের পারফরমেন্সে।

80016404eb4b61ceb1e8981e27648682264fd3a4

ইতিমধ্যেই টোকিও অলিম্পিকসের যোগ্যতা অর্জন পর্বের যে খেলা হওয়ার কথা ছিল চীনে সেটা বাতিল করেছে জাতীয় অলিম্পিক সংস্থা। আর সেই কারণেই তারা চাইছে যত দ্রুত সম্ভব এই ভাইরাস নির্মূল হয়। এই ভাইরাসের বিরুদ্ধে মানুষের জয় চাইছেন তারা। তার কারণ টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করবেন প্রায় 11 হাজার ক্রীড়াবিদ। আর এদের সবাইকে সুস্থ রাখার দায়িত্ব অলিম্পিক কমিটির এছাড়াও অলিম্পিক কমিটি চাইছেন কোন ভাবে যাতে এই ভাইরাসের আতঙ্ক ক্রীড়াবিদদের পারফরম্যান্সে প্রভাব না পড়ে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর