ব্রাহ্মণরা সমাজে উচ্চ সম্মানিত, ওম বিড়লার মন্তব্যে কঠোর সমালোচনা

ব্রাহ্মণরা অন্যান্য সম্প্রদায়ের থেকে সমাজে উচ্চ সম্মানিত, ওম বিড়লার মন্তব্যে কঠোর সমালোচনা ব্রাহ্মণরা জন্ম গুণেই সমাজে উচ্চ সম্মানিত, তারা অন্যান্য সম্প্রদায়ের দিক নির্দেশক, লোকসভার স্পিকার ওম বিড়লার এই বর্ণ বিভেদমূলক মন্তব্যের জেরেই জোর সমালোচনা দেশ জুড়ে৷ সম্প্রতি অখিল ব্রাহ্মণ মহাসভায় বক্তব্য রাখতে গিয়ে ওম বিড়লা ব্রাহ্মণ সম্প্রদায়কে সমাজের উচ্চ সম্প্রদায় বলে প্রশংসিত করে তাঁরা নাকি জাতির গাইডের ভূমিকা পালন করে এমন মন্তব্য করে বসেন৷

   

তবে এখানেই থেমে থাকেননি, সম্প্রদায়ের দিক থেকে যেমন উচ্চ তেমনই শিক্ষা ও সমাজে মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ব্রাহ্মণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করে বলেও জানান তিনি৷ একই সঙ্গেই ব্রাহ্মণরা নিজেদের উত্সর্গ ও আত্মত্যাগ করতেও পিছপা হয় না বলেন তিনি৷ অখিল ব্রাহ্ম সভায় শুধুমাত্র বক্তব্য রাখাই নয় সামাজিক মাধ্যমে ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রশংসা করে একটি টুইটও করেছেন ওম বিড়লা৷ সামাজিক মাধ্যমে ওম বিড়লার বর্ণ বিভেদ নিয়ে পোস্টের জেরে নিন্দায় সরব হয়েছেন অনেকেই৷

একজন স্পিকার হিসেবে তাঁর কখনোই এমন মন্তব্য করা উচিত নয় বলেই জানিয়েছেন অনেকে৷ এই নিয়ে তাঁর বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন কেউ কেউ৷ অন্যদিকে রাজস্থানের পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টি র সভাপতি কবিতা শ্রীবাস্তব স্পিকারের এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷ অনেকেই আবার স্পিকারের অবস্থান স্পষ্ট করে দিয়ে তার রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন৷

সম্পর্কিত খবর