গণেশ চতুর্থীর প্রাক্কালে জেনে নিন কিভাবে সন্তুষ্ট করলে প্রসন্ন হবেন গণেশ দেবতা

বাংলাহান্ট ডেস্কঃ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) অর্থাৎ গণেশ পূজার (Gonesh puja) শুভ তিথি আর কিছু দিনের মধ্যেই আসন্ন। প্রতি বছর এই দিনটিকে ঘরে হইচই আনন্দে মেতে ওঠেন মানুষজন। গুজরাট এবং বিশেষত মহারাষ্ট্রের প্রতিটি কোণায় কোণায় সেজে ওঠে ভগবান গণেশ। প্রধান পূজার বহু আগে থেকেই তোরজোড় শুরু হয়ে যায়।

দেব গণেশকে সন্তুষ্ট করে সকলেই চান বুদ্ধি এবং সমৃদ্ধির অধিকারী হতে। তবে বেশ কিছু বছর ধরে কলকাতাতেও গণেশ পূজার বেশ প্রচলন দেখা গেছে। এবারেও গণেশ পূজার প্রাক্কালে সেজে উঠছে কলকাতা। মহামারি করোনা ভাইরাসের মধ্যেও সমস্ত নিয়ম কানুন মেনেই আয়জন চলছে ভগবানের আগমনের প্রস্তুতি পর্বের।

আপনি কি জানেন ঠিক কিভাবে আরাধনা করলে, সন্তুষ্ট হবেন, ভগবান গণেশ? তবে কিছু বিশেষ নিয়ম পালন করলে, আপনিও ভগবান গণেশের আশির্বাদ পেয়ে হয়ে উঠতে পারেন সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতী।

ভগবান গণেশের পূজার আগের দিন অর্থাৎ চতুর্থীর আগের দিন ভগবানকে দুধ দিয়ে ভালো করে স্নান করাতে হবে।
গণেশ ঠাকুর পূজার দিনগুলিতে দিনে কমপক্ষে ৩ বার করে আরতি করতেই হবে।

আরতির সময় বিশেষত ভগবান গণেশের উদ্দ্যেশ্যে বহুল জনপ্রিয় এবং প্রসিদ্ধ গান ‘জয় গণেশ দেবা’ সকলে মিলে গাইতে হবে।

সর্বদা ভগবানের সামনের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে।

ভগবানের সামনে লাল শালু প্রতিস্থাপন করতে হবে এবং তাতে কিছু পরিমাণে টাকা দান করতে হবে।

সেইসঙ্গে গণেশ ঠাকুরের প্রিয় খাদ্য মতিচুরের লাড্ডু দিনে অন্তত ৩ থেকে ৫ বার ভগবানকে প্রদান করুন। ভগবানের আশীর্বাদ সর্বদা বিরাজ করবে আপনার উপর।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর