মিঠুনের জনপ্রিয়তার ঠেলায় একবার অনুষ্ঠান বাতিল করতে বাধ‍্য হয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট!

বাংলাহান্ট ডেস্ক: মিঠুন চক্রবর্তী (Mithun chakrabarty), নামটা টলিউডে যেমন পরিচিত, বলিউডেও (Bollywood) ততটাই জনপ্রিয়। মিঠুনের অভিনয় জগতের যাত্রার শুরুই বলিউডের হাত ধরে। একটা সময় হিন্দি সিনেমার জগতে রীতিমতো রাজ করেছেন তিনি। তাঁর সঙ্গে এক ছবিতে অভিনয় করার জন‍্য মুখিয়ে থাকত তাবড় তাবড় অভিনেত্রীরা।


কিন্তু সবকিছু প্রথম থেকেই এতটা সহজ ছিল না। কলকাতা থেকে স্বপ্ন নগরী মুম্বইতে গিয়ে আচমকাই জাঁকিয়ে বসতে পারেননি মিঠুন। দিনের পর দিন, রাতের পর রাত কেটেছে স্ট্রাগল করে। টাকা রোজগারের জন‍্য এক সময় শুটিং সেটে স্পট বয়ের কাজও করেছেন মিঠুন। বয়েছেন অমিতাভ বচ্চন ও রেখার ব‍্যাগ।
১৯৭৬ এ মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির মাধ‍্যমে অভিনয় জগতে পা রাখেন গৌরাঙ্গ চক্রবর্তী ওরফে মিঠুন। প্রথম ছবিতেই অসাধারন অভিনয় দক্ষতা দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। পেয়েছিলেন জাতীয় পুরস্কার।
১৯৭৮ এ তাঁর ছবি ‘মেরা রক্ষক’ ফের হিট হয়। অসাধারন নাচ দেখিয়ে ‘ডিস্কো ডান্সার’ ছবিতে সবার মন জিতে নেন মিঠুন‌। রাশিয়াতেও তুমুল জনপ্রিয়তা পান তিনি। এই ছবির হাত ধরেই স্টারডমের চূড়ায় পৌঁছান মিঠুন। আর সেই স্টারডম এমনই যার রেকর্ড এখনও পর্যন্ত ভাঙতে পারেননি বলিউডের কোনও তারকাই।


ডিস্কো ডান্সার ছবির পর একবার এক অনুষ্ঠানে যোগ দিতে কাজাখস্তান যান মিঠুন। সেই সময় সেখানে তাঁর তুমুল জনপ্রিয়তা ছিল। মিঠুনের আসার খবর জানতে পেরে বিমানবন্দরের বাইরে জড়ো হন লক্ষ লক্ষ মানুষ। তিনি বিমানবন্দরের বাইরে পা রাখতেই সমবেত আওয়াজ ওঠে ‘জিমি জিমি’। ডিস্কো ডান্সারে মিঠুনের চরিত্রের নাম ছিল জিমি। এত মানুষের ভালবাসা পাবেন তা চিন্তাও করতে পারেননি অভিনেতা।
জানা যায় ওই একই দিনে কাজাখস্তানের প্রেসিডেন্টেরও একটি অনুষ্ঠান ছিল। কিন্তু মিঠুনকে দেখার জন‍্য এত লোক বিমানবন্দরের বাইরে জমায়েত করেন যে শেষমেষ অনুষ্ঠান বাতিল করে দেন প্রেসিডেন্ট। কাজাখস্তানে এখনও জনপ্রিয় ভারতীয় সিনেমা ও মিঠুন। পাশাপালি রাজ কাপুরের ছবিরও বেশ জনপ্রিয়তা রয়েছে সেখানে। তবে মিঠুনের রেকর্ড এখানেই থেমে নেই। এক বছরে সর্বাধিক ছবি মুক্তিরও রেকর্ড রয়েছে তাঁর। ১৯৮৯এ ১৯টা ছবি মুক্তি পেয়েছিল তাঁর যার প্রতিটাতেই মিঠুনই ছিলেন মুখ‍্য ভূমিকায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর