‘চরিত্রহীন’ ছিলেন সুশান্ত মত শিবসেনার, শুরু জোর বিতর্ক

বাংলাহান্ট ডেস্ক: গত চার মাস ধরে সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু রহস‍্য নিয়ে তদন্ত হয়ে চলেছে। এখনো পর্যন্ত সিবিআই এই মামলা সংক্রান্ত কোনো রিপোর্টই দেয়নি। কিন্তু তাতে রাজনৈতিক চাপানউতোর বন্ধ হয়নি।

সম্প্রতি কংগ্রেস নেতা অধীর চৌধুরী বিজেপিকে তোপ দেগে বলেন, সুশান্ত মামলা নিয়ে প্রোপাগান্ডা করছে বিজেপি (bjp)। অপরদিকে শিবসেনার (shiv sena) মুখপত্র ‘সামনা’তে সুশান্তকে ‘চরিত্রহীন’ বলেও উল্লেখ করা হয়।

Sushant 3

শিবসেনার ‘সামনা’তে ‘চরিত্রহীন’ বলে তোপ সুশান্তকে
সম্প্রতি AIIMS এর তরফে সুশান্তের ভিসেরা ও ময়নাতদন্তের রিপোর্ট পরীক্ষা করার পর জানানো হয়েছে, সুশান্ত আত্মহত‍্যাই করেছিলেন। চিকিৎসকদের সেই বক্তব‍্যই শিবসেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে উল্লেখ করা হয়। লেখা হয়, ‘সুশান্ত হতাশায় ডুবে গিয়েছিলেন। জীবনে অসফলতাকে মেনে নিতে পারেননি তিনি। এই জন‍্যই মাদক সেবন শুরু করেন সুশান্ত ও একদিন আত্মহত‍্যা করে জীবন শেষ করে দেন।’ এরপরে লেখা হয়, ‘সিবিআই তদন্তে জানা গিয়েছে সুশান্ত চরিত্রহীন ছিলেন।’

কঙ্গনা রানাওয়াতকেও নিশানা

সুশান্ত মামলায় প্রথম থেকে সরব কঙ্গনা রানাওয়াত। তাঁকেও উদ্দেশ করে তোপ দাগা হয়েছে সামনাতে। অভিনেত্রী সম্পর্কে লেখা হয়েছে, ‘সুশান্তের মৃত‍্যু নিয়ে যিনি জলঘোলা করলেন, মুম্বইকে পাকিস্তান ও বাবরের সঙ্গে তুলনা করলেন, সেই অভিনেত্রী এখন কোন গর্তে লুকিয়ে রয়েছেন? হাথরাসে এক যুবতীকে ধর্ষণ করে হত‍্যা করা হল। ওখানকার পুলিস গভীর রাতেই যুবতীর দেহ জ্বালিয়ে দিল। এই ঘটনায় ওই অভিনেত্রী চোখে গ্লিসারিন দিয়েও দু ফোঁটা জল ফেললেন না।’

বিজেপি নেতার বিতর্কিত মন্তব‍্য

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও সুশান্ত মামলা নিয়ে এক বেফাঁস মন্তব‍্য করে বসেছেন। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সুশান্ত সিং খুব চলেছে। আপনারা মিডিয়ারাও গত তিন মাস ধরে সমানে দেখিয়ে চলেছেন। আমি এত বিরক্ত হয়ে গেছি যে টিভি দেখাই বন্ধ করে দিয়েছি। উনি আত্মহত‍্যা করেছেন এটা তো জানা গিয়েছে এখন।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর