বড় খবরঃ ফের ধাক্কা বিজেপিতে! আজ আরও এক বিধায়ক যোগ দিচ্ছেন তৃণমূলে

বাংলা হান্ট ডেস্কঃ আবারও ধাক্কা খেতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আজ আবারও এক বিধায়কের তৃণমূলে (All India Trinamool Congress) যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে। গতকাল সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দিয়েছিলেন। ওনার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রী জানিয়েছিলেন, এটা সবে শুরু আরও বিধায়ক তৃণমূলে নাম লেখাতে চলছেন।

ওনার এই বয়ানের একদিন পর আরও এক বিজেপি বিধায়ক আজ তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, উত্তর ২৪ পরগনার এক বিজেপি বিধায়ক আজ তৃণমূলে নাম লেখাতে পারেন। ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। আর এবার ওনার ঘরওয়াপসি হচ্ছে।

উল্লেখ্য, এর আগে কৃষ্ণনয়জ্ঞর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছিলেন। উনি তৃণমূলে যোগ দিতেই বিজেপিতে যে বড় ভাঙন দেখা যাবে তা সবাই আঁচ করতে পেরেছিল। আর সেই আশঙ্কাই সত্যি হচ্ছে। ইতিমধ্যে অনেক বিজেপির নেতার তৃণমূলে যোগ দিয়েছেন। গতকাল বিজেপি বিধায়ক তন্ময় ঘোষও তৃণমূলে যোগ দিয়েছেন। আর এবার উত্তর ২৪ পরগনার এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছিলেন সেই বিধায়ক। দলের অনুষ্ঠানেও তাঁকে দেখা যেত না। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীর অনুষ্ঠানেও তিনি গরহাজির ছিলেন। এরপর থেকে জল্পনা উঠছিল যে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন।

মুকুল রায় ঘনিষ্ঠ হিসেবে পরিচত বাগদার বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস। আর এবার ওনাকে নিয়েই জল্পনা তুঙ্গে। জানা যাচ্ছে যে, আজই তিনি ফের তৃণমূলে যোগ দিতে পারেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর