অমিত শাহ-এর পর করোনায় আক্রান্ত হলেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী!

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) করোনায় আক্রান্ত হয়েছেন। ওনাকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শোনা যাচ্ছে যে, ওনার কর্মচারীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল। এরপর তিনি সুরক্ষার খাতিরে নিজেকে কোয়ারেন্টাইন করে নেন। ওনার টেস্ট করানো হলে আজ মঙ্গলবার রিপোর্ট আসে। আর ওই রিপোর্ট পজেটিভ ছিল বলে জানা যায়। জানিয়ে দিই, ধর্মেন্দ্র প্রধান বুধবার কেন্দ্রীয় কমিটির বৈঠকে অংশ নিয়েছিলেন না।

Dharmendra Pradhan 1

রবিবার দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) করোনায় আক্রান্ত হন। ওনাকেও মেদান্তা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই ওনার চিকিৎসা চলছে। অমিত শাহ নিজে ট্যুইট করে এই কথা জানিয়েছিলেন। অমিত শাহ ট্যুইট করে লিখেছিলেন, করোনার প্রাথমিক লক্ষণ দেখার পর আমি পরীক্ষা করাই। এরপর আমার রিপোর্ট পজেটিভ আসে। আমার শরীর ঠিকই আছে কিন্তু ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমি সবাইকে আবেদন করছি বিগত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা সবাই নিজেকে আইসোলেট করে নিন আর করোনার টেস্ট করান।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর