এবার আর ফেলতে হবে চোখের জল! পেঁয়াজের দাম নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্ক : মূল্যবৃদ্ধির ঠেলায় নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত মানুষের। শাকসবজি থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিংবা গ্যাসের দাম, মূল্য বৃদ্ধিতে নাকানি চোবানি খাচ্ছে আম আদমি। এদিকে, পেঁয়াজ, রসুন ছাড়া রান্নার কথা ভাবাও অসম্ভব। এই পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও এবার একটু হলেও স্বস্তির খবর শোনালো কেন্দ্রীয় সরকার। এবছর হয়তো পেঁয়াজের দাম নিয়ে আর উদ্বেগ করতে হবে না আমজনতাকে। এমনই আশ্বাস বাণী মিলেছে কেন্দ্রের তরফে।

চলতি বছরে পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত হতে হবে না সাধারণ মানুষকে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পেঁয়াজের সরবরাহ মসৃণ রাখার জন্য কেন্দ্রীয় সরকার আড়াই লক্ষ টন পেঁয়াজ মজুদ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, আগে অবশ্য এত পরিমাণ পেঁয়াজ মজুদের কথা শোনা যায়নি। এই বছর সরকার রেকর্ডারে পেঁয়াজ মজুদ করছে সক্ষম হয়েছে। সরকারের প্রধান লক্ষ্যই হল যাতে সাধারণ মানুষ কম দামে পেঁয়াজ ক্রয় করতে পারে।

একটি বিশেষ রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পেঁয়াজ উৎপাদন হ্রাস পেতে পারে। সেই সময় পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ সরবরাহের জন্য এই মজুদ পিঁয়াজগুলি খুবই কাজে লাগতে পারে।

Onion Price,Record,Union Government,Potential Spikes,onion

খাদ্য মন্ত্রকে তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী, তারা মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশের মত অধিক পেঁয়াজ উৎপাদনকারী রাজ্যগুলির কৃষকদের কাছ থেকে এই পেঁয়াজ গুলি কিনেছেন। অতীত ঘাটলে দেখা যায় প্রতিবছর সেপ্টেম্বর মাস নাগাদ পিঁয়াজের দাম বৃদ্ধি পায়। এবার তা থেকেই শিক্ষা নিয়ে তড়িঘড়ি পেঁয়াজ মজুদ করছে কেন্দ্র।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর