এবার বাড়ি বসেই নতুন সিম কার্ড, অনলাইনেই হবে ভেরিফিকেশন প্রক্রিয়া

বাংলাহান্ট ডেস্কঃ আমাদের প্রত্যেককেই মোবাইলের (mobile) দোকানে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে তবে সিম কার্ড (sim card) সংগ্রহ করতে হয়। তবে এবার থেকে এই ঝক্কি আর পোহাতে হবে না দেশবাসীকে। খুব শীঘ্রই আপনি বাড়ি বসেই পেয়ে যাবেন আপনার পছন্দমতো টেলিকম কোম্পানিগুলির সিম কার্ড। পাশাপাশি বাড়ি বসেই হবে ভেরিফিকেশন।

   

ভারতের টেলিকম মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে, সম্প্রতি তারা অনলাইন সিম ভেরিফিকেশনকে বৈধতা দিয়েছে৷ এবার থেকে অনলাইন পোর্টালে প্রয়োজনীয় নথিপত্র দিলেই আপনার পছন্দমতো টেলিকম কোম্পানির কানেকশন পেয়ে যাবেন বাড়িতেই। সিম কার্ডও পৌঁছে দেওয়া হবে বাড়িতেই। ছবি ও অন্যান্য নথিপত্র আপলোড করলেই কাস্টমারের অন্য মোবাইল নম্বরে চলে যাবে একটি OTP. আর এই OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড নির্দিষ্ট স্থানে যথাযথ ভাবে দিলেই আপনার নম্বর চালু হয়ে যাবে।

প্রসঙ্গত, এই মুহুর্তে গোটা দেশে হু হু করে বাড়ছে অনলাইন জালিয়াতি। দেশ যত বেশী ডিজিটাল লেনদেনের পথে এগিয়ে চলেছে ততই পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতির ঘটনা। এবার অনলাইন জালিয়াতি থেকে দেশের জনগনকে স্বস্তি দিতে সিম কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিল মোদি সরকার (modi government)

 

সিম কার্ড যাচাইয়ে জালিয়াতি ঠেকাতে, টেলিযোগাযোগ বিভাগের বাল্ক ক্রেতা এবং সংস্থাগুলির জন্য গ্রাহক যাচাইয়ের নিয়ম কঠোর করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে টেলিকম সংস্থাকে নতুন সংযোগ দেওয়ার আগে সংস্থার রেজিষ্ট্রেশন পরখ করা হবে, তারপর প্রতি ৬ মাসে একই ভাবে যাচাই করতে হবে।

সিম কার্ড জালিয়াতি অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রক কোম্পানিগুলির রেজিষ্ট্রেশন যাচাই করবে। কোম্পানিগুলিকে যে সমস্ত এমপ্লয়ি সিম ব্যাবহার করছে তাদের তথ্য প্রতি ৩ মাসে দিতে হবে

 

সম্পর্কিত খবর