একমাত্র সাবান জল থেকেই মুক্তি মিলতে পারে করোনা ভাইরাসের

অ্যালকোহল বেসড জীবাণুনাশক এবং স্যানিটাইজার নাকি একমাত্র করোনার জীবানু মারতে পারে। আপাতত গবেষণা তাই বলছে। আর সেই জন্য বাজারে পাল্লা দিয়ে ভীড় বাড়ছে। কিছু কিছু জায়গাই ইতিমধ্যেই কমতে বসেছে সাবানের যোগান, কারন সাবানের এই বিপুল চাহিদা মানুষেরকে বুঝাচ্ছে একমাত্র সাবানই পারে এই জীবানু কমাতে।

কারন প্রোটিন ও লিপিডের যোগে ভাইরাস তৈরি হয়  বলে এই কাঠামো সাধারণভাবে ভাঙা কঠিন।  তবে জল ও সাবানের ব্যবহারে এই ভাইরাস ভেঙে পড়ে। ইতিমধ্যে করোনা গ্রাস করেছে সারা বিশ্বকে। বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বহু জনের। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতের (india) এখন পর্যন্ত করোনা সংক্রামণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে।বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, পর্যটনকেন্দ্র।এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর, ইতিমধ্যে ভারতে সেরে উঠেছেন ১৪ জন করোনা আক্রান্ত এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। বিভিন্ন সচেতনতা মূলক বার্তাও প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।আর কলকাতায় এর প্রভাব পড়েছে, এর মধ্যে যথেস্ট আতঙ্কে আছে কলকাতার মানুষ জন।  শপিং মল, কিষাণ মান্ডি ও মিউজিয়াম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ধর্মীয় সংগঠনগুলিকেও বলা হয়েছে, তাদের আয়োজন ও কার্যক্রম স্থগিত রাখতে।

   

আর করোনা আতঙ্কে কাঁটা সবাই। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক পাল্লি থোডারসন জানিয়েছেন “ভাইরাসের জন্য ত্বক হল একেবারে আদর্শ জায়গা। ত্বক যেহেতু অপেক্ষাকৃত অমসৃণ তল, যাতে বহু কোণ ও খাঁজ রয়েছে, সে কারণে ওই তল থেকে ভাইরাস বিমুক্ত করতে অন্তত ২০ সেকেন্ড ধরে ধোয়া জরুরি।” আর সুস্থ থাকার জন্য এখন বারবার হাত সাবান দিয়ে ধোয়া অত্যন্ত জরূরি, নাহলে এই ভাইরাসকে মুক্ত করা সম্ভব হবে না।

সম্পর্কিত খবর