‘CM মানে কাটমানি’ : বিধানসভায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধীদের

বাংলা হান্ট ডেস্ক: “সিএম মানে কাটমানি” বিধানসভা রমরমিয়ে উঠল এমনই স্লোগানে। সোমবার সকাল থেকেই ‘কাটমানি’ সমস্যায় গরম হয়ে উঠেছে বিধানসভার আমেজ। বাম-কংগ্রেস বিধায়করা ওয়েলে নেমে দেখাতে থাকেন বিক্ষোভ। সকলে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে এবং তাতে লেখা, “CM মানে কাটমানি।”

fc2d7 198226 cm

বিরোধীরা প্রশ্ন ছুঁড়ে দেন এই কাটমানি সমস্যায় ২৫ শতাংশ নিয়েছে নিচু তলার নেতারা। আর ৭৫ শতাংশ নিয়েছেন রাঘববোয়ালরা। আর ফেরত দেওয়ার বেলা শুধু ২৫% কেন ফেরত দেওয়া হবে! কাটমানি ফেরত দিতে হবে ৭৫:২৫ অনুপাতেই।

বিরোধীরা যেসব প্ল্যাকার্ড হাতে নিয়ে দাড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাতে লেখা, “১ কোটি ৮৬ লক্ষ টাকায় ছবি বিক্রি, কে ফেরত দেবে সেই কাটমানি?” দিন দিন আরও জটিলতার দিকে এগোচ্ছে এই কাটমানি সমস্যা এবার দেখার বিষয় আগামী দিনে কোন দিকে জল গড়ায়।

সম্পর্কিত খবর