এই ছবিতেই লুকিয়ে রয়েছে একটি ঘোড়া, ক্ষমতা থাকলে খুঁজে বের করে দেখান

বাংলা হান্ট ডেস্ক: মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি দেখতে পাই যেগুলির মধ্যে কোনো নির্দিষ্ট প্রতীক বা কোনো জীব এমনভাবে লুকিয়ে থাকে যেগুলি খুঁজে পেতে রীতিমতো কালঘাম ছোটাতে হয়। মূলত, ওই ছবিগুলি আমাদের দৃষ্টিভ্রম ঘটায়। যার ফলে সহজে সমাধান করা যায়না বিষয়গুলিকে। আর এই ঘটনাকেই বলা হয় অপটিক্যাল ইলিউশন।

এমতাবস্থায়, আজকাল প্রচুর মানুষ নেটমাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিগুলিকে সমাধান করতে পছন্দ করেন। বিষয়টা অনেকটা ধাঁধা সমাধানের মতোই। যদিও, অধিকাংশ মানুষই সঠিক উত্তর খুঁজে পেতে সমর্থ হননা।

পরিসংখ্যান অনুযায়ী, মাত্র এক থেকে দুই শতাংশ মানুষই এগুলির নির্ভুল উত্তর দিতে পারেন। এই আবহেই এবার অপটিক্যাল ইলিউশনের আরও একটি ছবি সামনে এসেছে। পাশাপাশি, ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেটির সমাধান করতে পাল্লা দিয়ে ভিড় জমাচ্ছেন নেটিজেনরা। যেখানে একটি ঘোড়াকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠছেন তাঁরা।

মূলত, ভাইরাল হওয়া ছবিটিতে গাছপালা এবং দু’টি বাড়ি দেখা গেলেও সেগুলির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ঘোড়া। ছবিটি প্রথমবারের জন্য দেখে ঘোড়াটিকে খুঁজে পাওয়া কার্যত মুশকিল। তাই, বারংবার ছবিটির প্রতিটি দিক ভালোভাবে দেখতে হবে। কারণ, ঘোড়াটি লুকিয়ে রয়েছে একটি নির্দিষ্ট জায়গায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, অপরিক্যাল ইলিউশন সংক্রান্ত ধাঁধার সমাধানের ফলে মস্তিষ্কের ব্যায়াম ঘটে। পাশাপাশি, আপনি খুব সহজেই আপনার আইকিউ লেভেলও পরীক্ষা করতে পারেন। তাই, এই ছবিটিতে ঘোড়া খুঁজে পেতে একবার চেষ্টা করতেই পারেন আপনি। যদিও, সঠিক উত্তর দিতে না পারলেও চিন্তার কিছু নেই। কারণ, আমরা এই প্রতিবেদনে ঘোড়াটির অবস্থানটি জানিয়ে দিচ্ছি।

এইখানে রয়েছে ঘোড়াটি:

WhatsApp Image 2022 06 20 at 12.48.27 PM
আপনি যদি ঘোড়াটিকে খুঁজে না পান, তাহলে জানিয়ে দিই ছবিটির বামদিকের ওপরের দিকের বাড়িটির জানালায় ঘোড়াটিকে দেখা যাচ্ছে। ভালোভাবে বোঝার জন্য আমরা সেটিকে লালবৃত্তের মধ্যে দেখিয়ে দিয়েছি। আর এভাবেই, ঘোড়াটি লুকিয়ে রয়েছে ওই বাড়িটির মধ্যে। এমতাবস্থায়, আপনি যদি আগেই ঘোড়াটির অবস্থান খুঁজে পেয়ে যান তাহলে নিঃসন্দেহে আপনি একজন জিনিয়াস!

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর