ওরাল সেক্সে সুখ খোঁজেন? জেনে নিন কতটা ভুল করছেন আপনি!

 

   

বাংলা হান্ট ডেস্ক ঃ তৃপ্তি সুখের মাঝেই বাসা বাঁধছে বিপদ, শরীরে লুকিয়ে প্রবেশ করছে এক মারাত্মক রোগ ৷ নয়া পদ্ধতিতে শারীরিক মিলনে সুখ খুঁজতে গিয়েই বাসা বাঁধছে অসুখ ৷শারীরিক সম্পর্কের উষ্ণতা আনতে ওরাল সেক্স বা মুখমেহনে লিপ্ত হন বহু যুগল ৷ কিন্তু এই অভ্যেসের কারণেই জটিল অসুখে আক্রান্ত হচ্ছেন পার্টনার ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO-এর সাম্প্রতিকতম রিপোর্ট জানাচ্ছে, ওরাল সেক্সের ফলে ছড়িয়ে পড়ছে গনোরিয়ার মতো যৌন রোগের জীবাণু ৷ মুখমেহনের ফলে গনোরিয়ায় আক্রান্ত মহিলাদের সংখ্যা বাড়ছে ৷ একইসঙ্গে হু-এর পর্যবেক্ষণ, শারীরিক মিলনের সময় কন্ডোম ব্যবহারে অনীহা আরও বিপদ ডেকে আনছে ৷

তবে হু-এর রিপোর্ট বলছে, গনোরিয়ায় সারা বিশ্বে প্রায় ৮ কোটি মানুষ যৌনতার কারণে আক্রান্ত হয় ৷ বিপদের এখানেই শেষ নয় ৷ সাম্প্রতিক গবেষণা রিপোর্ট বলছে, বিশ্ব জুড়ে গনোরিয়ার জীবাণু ক্রমাগত চরিত্র বদলাচ্ছে ৷ অ্যান্টিবায়োটিকে এই জীবাণু নির্মূল সম্ভব তো হচ্ছে না উপরন্তু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলছে এই স্মার্ট জীবাণু ৷ এর ফলে গনোরিয়ার নিরাময় প্রায় অসম্ভব হয়ে উঠছে ৷গনোরিয়ার জীবাণু যৌনাঙ্গ, মলদ্বার এবং গলার ভেতরে সংক্রমণ ঘটায়।

WHO-এর রিপোর্টে দেখা যাচ্ছে,সম্প্রতি বিশ্বের ৭৭টি দেশে গনোরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতার কথা বলা হয়েছে ৷ এই জীবাণু নিরাময় না হলে বন্ধ্যা হয়ে যেতে পারেন আক্রান্ত মহিলা ৷গনোরিয়া জীবাণুর চরিত্র বদলে আরও আশঙ্কা বাড়িয়ে তুলছে ৷ হু-এর রিপোর্টে জানানো হয়েছে, ওরাল সেক্সের মাধ্যমে গনোরিয়া শরীরে প্রবেশ করে নয়া রোগ সুপার গনোরিয়ার জন্ম দিচ্ছে ৷ লাতিন আমেরিকায় সমকামের কারণে গনোরিয়ায় আক্রান্তের প্রবণতা বেড়েছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ ওরাল সেক্সের কারণে বা অসুরক্ষিত যৌন সঙ্গমের কারণে গনোরিয়া আক্রান্তের সংখ্যায় এগিয়ে ভারতও ৷

সম্পর্কিত খবর