রামকে নেপালি বলার পর এবার যোগার উৎপত্তিও নেপালে বলে ট্রোলড কেপি শর্মা ওলি

বাংলাহান্ট ডেস্কঃ আবার সংবাদ শিরোনামে উঠে এলেন প্রতিবেশি দেশ নেপালের (Nepal) প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি (KP Sharma Oli)। শ্রী রামের জন্মস্থান নিয়ে এক মহাবিতর্ক তৈরি করে তিনি দাবি করেছিলেন, ভগবান শ্রী রাম প্রকৃতপক্ষে একজন নেপালি। ভারতের অযোধ্যা নয়, নেপাল হল শ্রী রামের জন্মস্থান। তবে রাম বিতর্কের পর এবার আরও এক বিস্ফোরক দাবি করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

গতকাল অর্থাৎ ২১ শে জুন সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) পালিত হয়েছে গোটা বিশ্ব জুড়েই। ভারতের পাশাপাশি বন্ধুদেশ নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কোয়ারেও পালিত হয়েছিল এই অনুষ্ঠান। এমনকি এইদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী M YOGA অ্যাপ চালু করার প্রসঙ্গ তুলে বলেন, রাষ্ট্রপুঞ্জ (United Nations) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে যৌথ উদ্যোগে যোগাসনের জন্য ভারতে M YOGA অ্যাপ চালু করা হবে। যাবতীয় নিয়মাবলী ও পরামর্শের সঙ্গে যোগব্যায়াম প্রশিক্ষণের ভিডিও থাকবে এই অ্যাপে। যার ফলেই ‘এক দেশ, এক স্বাস্থ্য’ (One Nation One Health) পরিষেবার পথ সুগম হবে।

তবে যোগাসন নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে আবারও বিতর্কে জড়ালেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। সোমবার Baluwatar-য়ে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী অলি বলেন, ‘ভারত নয়, যোগাসনের উৎপত্তিস্থল হল নেপাল। যে সময় যোগাসনের উৎপত্তি হয়, সেসময় ভারতের কোন অস্তিত্ব ছিল না। শুধুমাত্র ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত উপমহাদেশ ছিল মাত্র। এই কথা দেশের গবেষকরাও জেনেও, সত্যটা গোপন করে গেছেন’।

ভগবান রামের জন্মভূমি নিয়ে ভারতের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর পর এবার যোগাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। যার ফলে আবারও ভারতের সঙ্গে বিতর্কের সূত্রপাত ঘটালেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর