রিপোর্টঃ পাকিস্তানে ৩৬৫ টি হিন্দু মন্দিরের মধ্যে ২৮৭ টি রয়েছে ভূমাফিয়াদের দখলে

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তান (pakistan) থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর বহুবার প্রকশ্যে এসেছে। শুধুমাত্র সংখ্যালঘুদের উপর অত্যাচার করেই পাকিস্তান সরকার থেমে থাকেনি, তাদের ধর্মস্থানগুলোকেও রেহাই দেওয়া হয়নি। সম্প্রতি পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’ থেকে জানা যায়, সেদেশের সুপ্রিম কোর্ট সেখানে উপস্থিত হিন্দু মন্দিরগুলোর (hindu temple) পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে।

   

সূত্রের খবরে, ২০২১ সালের ৫ ই ফেব্রুয়ারী পাকিস্তানের হিন্দু মন্দিরগুলোর পরিস্থিতি সম্পর্কে পাক সুপ্রিম কোর্ট থেকে রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে বলা হয়, ইটিপিবি এভ্যাকুই ট্রাস্ট পাক স্থিত অর্ধেকের বেশি মন্দিরগুলোর ঠিকমত রক্ষণাবেক্ষণ করতে পারেনি। ৪ টি মন্দিরের মধ্যে ২ টর তথ্য দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, মন্দিরগুলোর অনেক ক্ষতি হয়ে গেছে। সঙ্গে ছবিও পাঠানো হয়েছে।

পাকিস্তান,pakistan,হিন্দু মন্দির,hindu temple

রিপোর্ট থেকে আরও জানা গেছে, সংবাদপত্রে সুপারিশ করা হয়েছে- খাইবার পাখতুনখোয়া সরকারের সহযোগিতায় ETPB কে আবারও মন্দিরগুলোর রক্ষণাবেক্ষণের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। টেরি মন্দির, হিংলাজ মন্দির, প্রহ্লাদ মন্দির, কাটাস রাজ মন্দিরের পুনর্নির্মাণের কথাও উল্লেখ করা হয়েছে।

গত ৫ ই জানুয়ারি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ETPB-কে নির্দেশ দেওয়া হয়েছিল- তাদের অধীনে যতগুলো হিন্দুদের মন্দির এবং শিখদের গুরুদ্বার রয়েছে, তার তথ্য জমা দেওয়ার জন্য। ETPB -র পক্ষ থেকে কোন উত্তর না আসায় আবারও তলব করা হয়। পরবর্তীতে ২৫ শে জানুয়ারি ETPB রিপোর্ট পাঠালেও, তা অসম্পূর্ণ ছিল।

ETPB-র রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে বর্তমানে ৩৬৫ টি হিন্দু মন্দির রয়েছে। যার মধ্যে ETPB-র অধীনে রয়েছে মাত্র ১৩ টি মন্দির, হিন্দু সম্প্রদায়ের অধীনে ৬৫ টি মন্দির থাকলেও, বাকি ২৮৭ টি মন্দির রয়েছে ভূমাফিয়াদের কবলে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর