চীনের করোনা ভাইরাসের কারনে রাতারাতি দেশে বাড়ল প্যারাসিটামলের দাম

বাংলাহান্ট ডেস্কঃ চীনের করোনা ভাইরাসের কারনে রাতারাতি দেশে বাড়ল প্যারাসিটামল(paracetamol)  ট্যাবলেটের দাম। পাশাপাশি অ্যাজিথ্রোমাইসিনের(azithromycin) দামও একলাফে বেড়েছে অনেকখানি।চিনে করোনাভাইরাস ভয়ানক আকার নেওয়ায়, সেখানে এখন এই মেডিসিনের উত্‍পাদন বন্ধ।ফলে, বন্ধ হয়েছে চীন থেকে ওষুধের অমদানিও। এমতাবস্থায় চাহিদার সঙ্গে জোগানের ঘাটতিতে প্যারাসিটামল সহ অন্যান্য ওষুধের দাম বেড়েছে। ব্লুমবার্গের এক রিপোর্টে জানা যাচ্ছে এমনটাই।

GSO30700

চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ১০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। আড়াই লাখেরও বেশি আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী মেইনল্যান্ড চায়নায় এখনও পর্যন্ত ১১১৩ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। কেউই জানেন না কোথায় গিয়ে থামবে এই মৃত্যুমিছিল।

জানা যাচ্ছে প্যারাসিটামলের দাম এক লাফে বেড়েছে ৪০ শতাংশ। প্যারাসিটামল, যা এসিটামিনোফেন এবং এপিএপি নামে পরিচিত, এটি ওষুধ যা ব্যথা এবং জ্বরের চিকিত্সার জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত হালকা থেকে মাঝারি ব্যথা উপশমের জন্য ব্যবহৃত হয়।

পাশাপাশি, অ্যাজিথ্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক যা বেশ কয়েকটি ব্যাকটিরিয়া সংক্রমণের চিকিত্সার জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে মাঝারি কানের সংক্রমণ, স্ট্র্যাপ গলা, নিউমোনিয়া, ভ্রমণকারীদের ডায়রিয়া এবং অন্যান্য কিছু অন্ত্রের সংক্রমণ। দুটি ওষুধই সারা দেশে বিপুল ভাবে প্রচলিত, তাই এই দাম বাড়ায় চিন্তায় পড়লেন দেশবাসী।

সম্পর্কিত খবর