ED আর CBI-এর থেকে পালিয়ে সোজা কংগ্রেসের অফিসে গেলেন চিদম্বরম, বললেন আমি ‘সম্পূর্ণ নির্দোষ”

বাংলা হান্ট ডেস্কঃ আইএনএক্স (INX) মিডিয়া মামলায় গ্রেফতারির সন্মুখিন হওয়া কংগ্রেসের প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি. চিদম্বরম (P. Chidambaram) দীর্ঘ ২৭ ঘণ্টা লুকিয়ে থাকার পর সামনে এলেন। তিনি কংগ্রেসের প্রধান কার্যালয় থেকে একটি প্রেস কনফারেন্সও করেন। চিদম্বরম বলেন, ‘আমাকে জীবন আর আজাদির মধ্যে যদি কিছু বেছে নিতে হয়, তাহলে আমি আজাদি বেছে নেব।”

পি. চিদম্বরম বলেন, ‘বিগত ২৪ ঘণ্টায় অনেক কিছু হয়ে গেছে, ওই ২৪ ঘণ্টায় কিছু মানুষ চিন্তিত হয়েছেন, আর কিছু মানুষ ভ্রমের স্বীকার হয়েছেন। আইএনএক্স (INX) মিডিয়া মামলায় আমার উপরে কোন অভিযোগ আনা হয়নি, না আমার পরিবারের কোন সদস্যের উপরে কোন অভিযোগ করা হয়েছে। ইডি আর সিবিআই দ্বারা আদালতের কাছে কোন চার্জশিটও দাখিল করা হয়নি।”

আপনাদের জানিয়ে রাখি, দিল্লী আদালত আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন অর্থ মন্ত্রীর অগ্রিম জামিন এর আবেদন খারিজ করে দেয়। হাইকোর্ট জানায় এটি আর্থিক তছরুপের একটি আজব মামলা, আর এই মামলায় অগ্রিম জামিন দিলে সমাজের কাছে ভুল বার্তা যাবে। চিদম্বরমের আইনজীবী আবেদন করে তিন দিনের সময় চেয়েছিল, সেই আবেদন সরাসরি খারিজ করে দেয় আদালত। এরপরেই প্রবীণ কংগ্রেস নেতা পি. চিদম্বরমের উপর গ্রেফতারির তলোয়ার ঝুলতে থাকে। চিদম্বরমের মামলা নিয়ে আদালতের শুনানির সময় সিবিআই প্রাক্তন অর্থ মন্ত্রীর বাড়ি যায়। কিন্তু সেখানে ওনাকে পাওয়া যায়না। বাকিদের জিজ্ঞাসাবাদ করলে, তিনি কোথায় গেছেন, সেটা কেউ জানেনা বলে জানিয়ে দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর