বৃহস্পতিবার সংসদে উপস্থিত হতে চলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম

বাংলা হান্ট ডেস্ক : আইএনএক্স মিডিয়া প্রতারনায় অভিযুক্ত পি চিদম্বরমের জামিন মঞ্জুর করেছে দেশের শীর্ষ আদালত। বুধবার সকালে সুপ্রিম কোর্টে শুনানির পর তাঁর শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেছে দেশের শীর্ষ আদালত। তাই আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একইসঙ্গে কংগ্রেসের তরফেও এ এর দারুন খবর।

তবে বুধবার জামিন পাওয়ার পর বৃহস্পতিবার সংসদে উপস্থিত থাকবেন তিনি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। তাই তামিলনাড়ুর রাজ্যসভার সাংসদ সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার সম্ভবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 883861 chidambaram pti 1

দিল্লী আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে জামিরে আপিল করেছিলেন পি চিদম্বরম। এরপর ২৮ নভেম্বর তারিখে শুনানির দিন ধার্য করা হলেও তা স্থগিত করে দেওয়া হয়। এরপর বুধবার শুনানি হয়। এদিন আদালতের তরফ থেকে বেশ কয়েকটি শর্ত দিয়ে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে আদালতের রায় শোনার পরে চিদম্বরমের ছেলে ট্য়ুইট করে লেখেন,”উফ! শেষ পর্যন্ত ১০৬ দিন পরে…” ।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানিয়েছেন,”আমি খুব খুশি যে আমার বাবা ঘরে ফিরে আসছেন। অনেক দিন ধরে তাঁর ঘরে ফেরার অপেক্ষা করা হচ্ছে। অনৈতিকভাবে তাঁকে জেলবন্দি করে রাখা হয়েছিল। আদালত তাঁকে রেহাই দিয়েছে এবং তিনি আজ ঘরে ফিরে আসবেন বলে আমি দারুণ আনন্দিত”। অন্যদিকে চিদম্বরমের জামিনের পর কংগ্রেস ট্য়ুইট করে লেখে, “অবশেষে সত্যের জয় হল # সত্যমেবজয়তে”।

উল্লেখ্য, চলতি বছরের আগষ্ট মাসে আইএনএক্স মিডিয়া প্রতারনা মামলায় গ্রেফতার হন পি চিদম্বরম। এরপর টানা ১০৫ দিন দিল্লীর তিহার জেলে তাঁকে কাটাতে হয়। এর আগে সি

সম্পর্কিত খবর