অগ্নিগর্ভ পাকিস্তান! কট্টর ইসলামপন্থী দলের হামলায় মৃত একাধিক, নজরকাড়া সিদ্ধান্ত ইমরানের

বাংলাহান্ট ডেস্কঃ FATF-র ধূসর তালিকা থেকে বেরোতে পারেনি পাকিস্তান (Pakistan)। তাই ভাবমূর্তি স্বচ্ছ করতে এবার কট্টরপন্থী ইসলামপন্থী দলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ইমরানের সরকার। ইতিমধ্যেই অগ্নিগর্ভের পরিস্থিতি তৈরি হওয়া পাকিস্তনে মৃত ৭ জন। জানা গিয়েছে, চরমপন্থী ইসলামিক দল ‘তেহরিক-ই-লাবায়েক পাকিস্তান’-র হামলায় আরও ৩০০-র অধিক পুলিশকর্মী আহত হয়েছে। এবার সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করল পাক প্রশাসন।

   

কেন এই অগ্নিগর্ভ পরিস্থিতি ?

জানা যাচ্ছে, পাকিস্তনে নিযুক্ত ফরাসি রাস্ট্রদূতের বহিষ্কারের দাবিতে সোচ্চার হয়েছিল TLP বা ‘তেহরিক-ই-লাবায়েক পাকিস্তান’। কারণ, ফ্রান্সের ‘শার্লি এবদো’-তে হজরত মহম্মদের ব্যাঙ্গ চিত্র প্রদর্শন। তাই ফ্রান্সের সঙ্গে সবরকমের সম্পর্ক ছিন্ন করার ডাক দেই পাকিস্তনের এই চরমপন্থী ইসলামিক সংগঠন। ইতিমধ্যেই এনিয়ে পাক প্রশাসনের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। তাতে তাঁদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল  ফেব্রুয়ারি মাসের মধ্যে ওই রাস্ট্রদূতকে বহিষ্কার করা হবে। এবং একটি চুক্তিও হয় সেই প্রেক্ষিতে। তবে পরে নড়ে বসে ইমরানের সরকার। সিদ্ধান্ত বদল করে বহিষ্কার করেনি ওই রাস্ট্রদূতকে।

An Images

সেখানেই বাঁধল বিপত্তি। ইমরানের (Imran Khan) প্রশাসনের তরফে গ্রেপ্তার করা হয় ওই কট্টরপন্থী সংগঠনের নেতা সাদ হুসেন রিজভিকে। তারপর থেকেই প্রতিবাদ আরও তীব্র হয়ে ওঠে ওই সংগঠনের তরফে। জাগায় জাগায় বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা। গত সোমবার থেকে সেই পরিস্থিতি রণক্ষেত্রের আকার ধারণ করে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। তারপরই পাকিস্তানের ভাবমূর্তি স্বচ্ছ করতে ইমরানের প্রশাসনের তরফে ওই চরমপন্থী TLP সংগঠনকে নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, ইতিমধ্যেই বিক্ষোভের জেরে বন্ধ থাকা রাস্তাঘাট গুলি খালি করতে শুরু করেছে সেখানকার প্রশাসন। চরমপন্থী দলগুলির বিরুদ্ধে এবার আরও কড়া হয়ে ধূসর তালিকা থেকে বেরোতে মরিয়া হয়ে উঠেছে পাক সরকার বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

সম্পর্কিত খবর