মহেশ ভাটের সড়ক ২ এর বিরুদ্ধে এবার গান চুরির অভিযোগ, টুইটারে অভিযোগ পাক শিল্পীর

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক বিপাকে মহেশ ভাটের (mahesh bhatt) ছবি ‘সড়ক ২’ (sadak 2)। এবার এই ছবির বিরুদ্ধে উঠল গান চুরি করার অভিযোগ। পাক সঙ্গীত শিল্পী তথা মিউজিক প্রডিউসার অভিযোগ করেছেন ছবিতে ব‍্যবহৃত ‘ইশক কামাল’ গানটি চুরি ব‍্যবহার করেছেন মহেশ ভাট।
পাকিস্তানের সঙ্গীত শিল্পী শেজান সলিম দাবি করেছেন এই গানটি ১১ বছর আগেই তৈরি করেন তিনি। ২০১১ সালে মুক্তি পায় তাঁর গান ‘রব্বা হো’। সড়ক ২ এর ট্রেলারে ইশক কামাল গানটি শুনে প্রথমে তিনি ভেবেছিলেন সম্ভবত সুরটি একই রকম। কিন্তু পুরো গানটি শুনে তিনি বোঝেন পুরোটাই এক।


এমনকি দুটি গানের অদ্ভূত মিল দেখিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
তবে এর আগে মহেশ ভাটের মেয়ে পূজা ভাট জানিয়েছিলেন, চণ্ডীগড়ের এক সঙ্গীত শিক্ষক ইশক কামাল গানটি রচনা করেন। মহেশ ভাটকে শোনানো মাত্রই নিজের ছবির জন‍্য গানটি নিয়ে নেন তিনি।

প্রসঙ্গত, সড়ক ২’ এর ট্রেলারের দুর্দশা দেখে রীতিমতো ক্ষুব্ধ মহেশ ভাট কন‍্যা পূজা ভাট। এখনও পর্যন্ত ৬৭ লক্ষ ডিসলাইক নিয়ে সর্বাধিক ডিসলাইকের রেকর্ড গড়েছে এই ট্রেলার। আর তার জেরেই ক্ষেপে গিয়েছেন পূজা ভাট।
সম্প্রতি নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি টুইট করেছেন পূজা। তিনি লিখেছেন, ‘ঘৃণা, বিতর্ক, বদনাম, মিথ‍্যা, বয়কট, পালানো, আনফ্রেন্ড, ট্রেন্ড, বাড়াবাড়ি? কেন নয়? হট বটের সঙ্গে তাল মেলানোর জন‍্য যা কিছু করতে হয়।’ এই টুইটটি দেখে নেটিজেনরা মনে করছেন সড়ক ২ ট্রেলারের প্রতি মানুষের এই প্রতিক্রিয়া দেখেই ক্ষুব্ধ হয়েছেন পূজা।
অপরদিকে শোনা গিয়েছে মহেশ ভাট পরিচালিত ছবি ‘সড়ক ২’ এর ট্রেলারে সর্বাধিক ডিসলাইকের রেকর্ড ও করন জোহর প্রযোজিত ‘গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল’ ছবির IMDb তে মাত্র ৩.৮ রেটিং এর বিষয়ে এবার তদন্ত করতে পারে মুম্বই পুলিস। জানা গিয়েছে এই ছবিদুটি সম্প্রচারণের ওটিটি প্ল‍্যাটফর্ম এই প্রসঙ্গে ছবির নির্মাতাদের সঙ্গে পরামর্শ করেছে।
বুধবার মুক্তি পায় মহেশ ভাট পরিচালিত ‘সড়ক ২’ ছবির ট্রেলার। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ডিসলাইকের সংখ‍্যা। সাইবার বিশেষজ্ঞদের বক্তব‍্য, এটা ‘Bot’ এর মাধ‍্যমেও করা সম্ভব। কারন কোনও ব‍্যক্তি যদি ট্রেলারটি না দেখেও লাইক বা ডিসলাইক করে তাহলেও ইউটিউবে তাঁর রেকর্ড থাকবে। এই ভুয়ো লাইক ডিসলাইকের মামলায় আর কতজন যুক্ত রয়েছে মুম্বই পুলিস এখন তারই খোঁজ চালাচ্ছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর