সার্চ অপারেশন চলাকালীন ভুলে সীমান্ত পেরিয়ে যান BSF জওয়ান! মুক্তি দিলেন পাক রেঞ্জার্সরা

বাংলা হান্ট ডেস্ক: পাঞ্জাবের (Punjab) আবোহার সীমান্তে বৃহস্পতিবার সার্চ অপারেশন চলাকালীন ভুলবশত সীমান্ত অতিক্রম করে ফেলেন এক BSF জওয়ান। এমতাবস্থায় তিনি পৌঁছে যান পাকিস্তান সীমান্তে। এরপর পাকিস্তানের রেঞ্জার্সের হাতে ধরা পড়ে যান ওই জওয়ান। জানা গিয়েছে, সকালে তল্লাশি অভিযানের সময় প্রবল কুয়াশার কারণে সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন কর্মরত ওই জওয়ান।

   

ফেন্সিংয়ের কাছে তল্লাশি অভিযান চলছিল: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সকালে ফেন্সিংয়ের (কাঁটাতারের বেড়া) সামনের দিকে অংশে সার্চ অপারেশন চালাচ্ছিলেন BSF জওয়ানরা। সেখানে কিছু একটা থাকার খবর ছিল তাঁদের কাছে। এমতাবস্থায়, তল্লাশির সময়ে সেখানে থাকা ৮ জওয়ানের মধ্যে একজন কুয়াশার কারণে পাকিস্তান সীমান্তে ভুলবশত চলে যান। এরপর পাক রেঞ্জার্সের মধ্যে সম্পন্ন হওয়া ফ্ল্যাগ মিটিংয়ে ওই জওয়ানকে ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট BSF জওয়ানকে ছেড়ে দেন পাক রেঞ্জার্সরা।

কুয়াশার কারণে সীমান্ত পেরিয়ে যান ওই জওয়ান: মূলত, সকালে ৮ জন BSF জওয়ান তল্লাশি অভিযানে সামিল থাকলেও, তাঁদের মধ্যে একজন হাবিলদার ভুল করে পাকিস্তান সীমান্তে প্রবেশ করে যান। এদিকে, তল্লাশি অভিযানের পর বাকি জওয়ানরা ফিরে এলেও ওই জওয়ান অনুপস্থিত দেখে তাঁর খোঁজ শুরু হয়। এরপর সেই BSF জওয়ানের পায়ের ছাপ পাওয়া যায় পাক রেঞ্জার্সের দিকে।

ওই জওয়ানকে আবোহার সীমান্তে মোতায়েন করা হয়েছিল: এদিকে, BSF-এর তরফে পাক রেঞ্জার্সের সাথে কথা বললে তারা জানায় যে রেঞ্জার্সরা একজন জওয়ানকে আটক করেছে। এমতাবস্থায়, বিষয়টি উর্ধ্বতন আধিকারিকদের জানানো হয়। উল্লেখ্য যে, সম্প্রতি ওই জওয়ানকে আবোহার সীমান্তে মোতায়েন করা হয়েছিল।

bsf jawan,BSF,Punjab,India,national,Palistan,International,Dense Fog,Search Operation,Border,pak rangers,Release,Border Security Force

পাশাপাশি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে BSF-এর বক্তব্যও সামনে এসেছে। এই প্রসঙ্গে BSF-এর এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন পাঞ্জাব সেক্টরে ভুলবশত সীমান্ত অতিক্রমকারী BSF জওয়ানকে হস্তান্তর করেছে পাকিস্তান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর