নির্যাতন চালাচ্ছে পাকিস্তান সেনা, প্রধানমন্ত্রীকে রাষ্ট্রসংঘে বিষয়টি তোলার আর্জি মানবাধিকার কর্মীর

বাংলা হান্ট ডেস্ক :  নিজের দুর্গে বার বার কটাক্ষের শিকার হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ এর আগে কাশ্মীর ইস্যু নিয়ে তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকেই কিন্তু এ বার পাক সেনাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে আবেদন জানালেন সিন্ধ প্রদেশের সমাজকর্মী মুনাওয়ার সুফি লাগারি৷ কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘন করছে ভারত এই দাবিতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরোধিতা করছে পাকিস্তান কিন্তু নিজের দেশেই পাক সেনারা মানবাধিকার লঙ্ঘন করে বেড়াচ্ছে যা বিষয়টি মোটেও ভালো ভাবে নিচ্ছেন না এক মানবাধিকার কর্মী৷

পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচারে তথ্য নতুন কিছু নয়৷ বার বার সে দেশের সংখ্যালঘুদের ওপর বিশেষ করে শিখ সম্প্রদায়ের উপর অকথ্য অত্যাচারের খবর সংবাদমাধ্যমের প্রকাশ্যে আসে৷ কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট্রে এক সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়ে সে দেশের মানবাধিকার কর্মী লাঘারি বিষয়টিকে প্রকাশ্যে নিয়ে আসেন৷ ওই সম্মেলনেই তিনি সিন্ধ প্রদেশের সব থেকে বড় সমস্যা সেখানকার আতঙ্ক এমনটাই বলেছেন পাশাপাশি পাক সেনাদের এই আতঙ্ক থেকে বেরোনোর কোনও উপায় নেই বলেও জানিয়েছেন তিনি৷ এই সমস্যা সমাধানের জন্য একেবারে তাঁরা ভরসা করেন বিদেশি রাষ্ট্রের ওপর৷ রাষ্ট্রসংঘের সভায় যোগ দিতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী, তাই এবার তাঁর কাছে পাক সেনাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি রাষ্ট্র সঙ্গে তুলে ধরার আর্জি জানালেন লাঘারি৷

এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, একমাত্র মোদীই পারেন সিন্ধের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে বলতে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো তিনিও সিংহের ধর্মীয় স্বাধীনতার কথা বলতে পারেন৷  উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রে সংখ্যালঘুদের ওই সম্মেলনে যোগ দিয়েছিল বালোচিস্তান আফগানিস্তানের একাধিক সংগঠন৷ নীরব থাকার জন্য সমস্যা আরও বাড়ছে এমনটাই বলেছেন বালুচিস্তানের এক সমাজকর্মী৷ প্রকাশ্যে খুন, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা তুলে ধরেছেন এই সম্মেলনে৷ তাই বিষয়টিতে যদি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন সে ক্ষেত্রে কিছুটা হলেও সুরাহা হতে পারে বলেই মত তাঁদের৷

সম্পর্কিত খবর