ভুয়ো ভারতীয় সেজে রাজধানীতে লুকিয়ে ছিল পাক জঙ্গি, গ্রেফতার করল দিল্লী স্পেশাল সেল

বাংলাহান্ট ডেস্কঃ চলছে উৎসবের মরশুম। এই সময় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দেশকে। আর তার মধ্যে থেকেই দিল্লীর (delhi) লক্ষ্মীনগর থেকে গ্রেফতার হল এক পাকিস্তানি জঙ্গি (pak terrorist)। বড়সড় জঙ্গি হামলার হাত থেকে রক্ষা পেল রাজধানী।

জানা গিয়েছে, পাকিস্তানি এই জঙ্গি নিজের ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল। আর তারপর সে লক্ষ্মীনগরের একটি বাড়িতে আত্মগোপন করে গা ঢাকা দিয়ে ছিল। তবে এতসব প্লানিং করেও শেষরক্ষা করতে পারে না এই জঙ্গি। অবশেষে কড়া নিরাপত্তার ফলেই দিল্লী পুলিসের স্পেশাল সেল পাকড়াও করে এই জঙ্গিকে।

পুলিশ সূত্রে খবর, পাক পঞ্জাবের বাসিন্দা এই পাকিস্তানি জঙ্গির নাম মহম্মদ আসরফ। পাকড়াও করার সময় একটি একে ৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, একটি হ্যান্ড গ্রেনেড, ৫০ রাউন্ড গুলি সহ একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়েছে ওই জঙ্গির কাছ থেকে। ওই জঙ্গির বিরুদ্ধে ইউএপিএ, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।

এবিষয়ে দিল্লী পুলিসের কমিশনার রাকেশ আস্থানা জানিয়েছেন, ‘বড়সড় হামলার হাত থেকে রক্ষা পেল রাজধানী। এই উৎসবের মরশুমে এই গ্রেফতারির ঘটনা প্রকৃতপক্ষে উল্লেখযোগ্য’।

প্রসঙ্গত, উপত্যকায় বড় সাফল্য পায় নিরাপত্তা বাহিনীও। বদলা নেওয়া হয় জম্মু ও কাশ্মীরে (jammu kashmir) জঙ্গী হামলায় মৃত ৫ জওয়ানের। সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার খতম ৩ জঙ্গি। জানা গিয়েছে এই জঙ্গিরা লস্কর-ই-তৈবারর সদস্য।

সোমবার সকালে বান্দিপোরার হাজিন এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনীর। সেই গুলির লড়াইয়ে নিকেশ হয় এক কুখ্যাত জঙ্গি। জানা গিয়েছে কিছুদিন আগেই শাহগুণ্ডে সাধারণ মানুষের উপর যে হামলা চালিয়েছিল জঙ্গি গোষ্ঠী, তাতে এই জঙ্গি জড়িত ছিল। এই জঙ্গির পরিচয়ও জানা সম্ভব হয়েছে, নাম ইমতিয়াজ আহমেদ দার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর