চুরি করতে গিয়ে পাকড়াও! মার্কিন প্রযুক্তি চুরির অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ ফের অস্বস্তিতে পড়ল ইমরান খানের সরকার । শেষ পর্যন্ত কিনা প্রযুক্তি চুরির দায়ে হাতেনাতে পাকড়াও পাকিস্তানকে । সত্যিই লজ্জার বিষয় ! পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি চুরি করতে গিয়ে হাতেনাতে চোর ধরা পড়ল অর্থাত্ পাকড়াও হতে হল পাঁচ পাক ব্যবসায়ীকে ।

রাওয়ালপিন্ডির একটি সংস্থা ‘ বিজনেস ওয়ার্ল্ড’- এর পাঁচ কর্তাকে আমেরিকা গ্রেফতার করেছে । এই ঘটনায় কূটনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে । এতে উদ্বেগ বেড়েছে ভারতেরও । মার্কিন সূত্রে জানা গিয়েছে, এই পাঁচ ব্যবসায়ী কানাডা, হংকং ও ইংল্যান্ডে থাকতেন । জানা গিয়েছে, একটি আন্তর্জাতিক চক্রের মাধ্যমে পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনকে তারা বিভিন্ন দেশের প্রযুক্তি সরবরাহ করে থাকে । সেইভাবে মার্কিন প্রযুক্তি সরবরাহ করতে গিয়েই হাতেনাতে ধরা পড়ে যায় পাঁচ ব্যবসায়ী ।

আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন সি ডেমার্স এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্ত ব্যবসায়ীরা এমন জিনিস চালান করেছে, যাতে করে পাকিস্তানের সঙ্গে আমেরিকার অস্ত্র চুক্তির পক্ষে খুবই বিপজ্জনক হয়ে যাবে ।

আসলে সেই অর্থে পাকিস্তানের নিজস্ব কোনও পরমাণু প্রযুক্তি নেই বলেই মনে করে আন্তর্জাতিক মহল।পুরোটাই অন্যান্য দেশের প্রযুক্তিকে কোনও মতে চুরি তৈরি হয়েছে সমস্ত যুদ্ধাস্ত্র । আবারও সেই ঘটনাই গোটা বিশ্বের সামনে এল । পাকিস্তানের এই প্রযুক্তি চুরির বিষয়টি নিয়ে অনেকবার সাবধানও করা হয়েছিল, কিন্তু এখনও যে তারা এই কর্মকাণ্ড চালিয়েই যাচ্ছে , তা প্রামাণিত হয়ে গেল বিশ্বের অন্যান্য দেশের কাছে ।

 

 

 

 

 

 

 

 

 

সম্পর্কিত খবর