পাকিস্তানের অর্থাবস্থা সামলানোর দ্বায়িত্ব নিজের কাঁধে নিলো সেনা প্রধান, বিদায় ঘণ্টা বাজল ইমরান সরকারের!

বাংলা হান্ট ডেস্কঃ রসাতলে যাওয়া পাকিস্তানের অর্থ ব্যাবস্থা সামলানর জন্য সেনা এগিয়ে আসছে। সেনা প্রধান কোমর জাভেদ বাজওয়া দেশের শিল্পপতিদের সাথে নিজেই সাক্ষাৎ করছে। এই সাক্ষাৎ করাচির সেনা কার্যালয় এবং সেনার রাওয়ালপিন্ডিতে অবস্থিত হেডকোয়ার্টারে আয়োজিত হয়েছে। সেখানে বাজওয়া দেশের শিল্পপতিদের সাথে দেশের আর্থিক অবস্থা শুধরানর জন্য শলা পরামর্শ করে।

   

আরেকদিকে পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞরা সেনার এইরকম প্রস্তুতিকে আবারও দেশের ক্ষমতা পরিবর্তনের জন্য নেওয়া প্রস্তুতি রুপে দেখছে। ইমরান খানের কার্যালয় এর কাজে নাখুশ হয়েই সেনা প্রধান বাজওয়া এই পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়। এর আগে ইমরান খানের সরকারে সেনার তরফ থেকে কখনো দেশের আর্থিক অবস্থা শুধারনর জন্য দখল আন্দাজি করা হয়নি।

পাকিস্তানের ডন পত্রিকার খবর অনুযায়ী, বাজওয়া ব্যাবসায়িদের বলেছে যে, তাঁরা যেন খুব শীঘ্রই বিনিয়োগ বারানোর জন্য চিন্তা ভাবনা করে। তাঁরা বিনিয়োগ বারালে দেশের অর্থ ব্যাবস্থা ভাল হবে। এটাই প্রথমবার, যখন সেনা দেশের আর্থিক অবস্থা নিয়ে ব্যাবসায়ি আর শিল্পপতিদের সাথে কথা বলছে। বৃহস্পতিবার সেনার তরফ থেকে জারি করা একটি বয়ানে বলা হয়েছে, বাজওয়া দেশের সুরক্ষাকে সোজাসুজি দেশের আর্থিক অবস্থার সাথে জুড়তে চাইছে। দেশের সুরক্ষা ঠিক হলেই, দেশের আর্থিক অবস্থা ভাল হবে বলে বাজওয়ার মত।

পাকিস্তানের সেনাতেও দেশের বেহাল আর্থিক অবস্থার প্রভাব পড়ছে। বিগত এক দশকে প্রথমবার সেনা খরচ কম করার কথা ঘোষণা করেছে। আর এই কারণে সেনাকে আফগানিস্তান এবং ভারত লাগোয়া সীমান্তে নজরদারি চালাতে সমস্যার সন্মুখিন হতে হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর