বিশ্ব মঞ্চে কালো তালিকাভুক্ত ইমরানের দেশ পাকিস্তান

বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্বের সামনে নিজের আর্থিক অবস্থা শোধরানোর জন্য ভিক্ষা চেয়ে চলেছে পাকিস্তান। এবার তাঁরা বড়সড় ঝটকা খেলো। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) এর এশিয়া প্যাসেফিক গ্রুপ শুক্রবার পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের আর্থিক মদত করা এবং দেশের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার জন্য ব্ল্যাকলিস্টে ফেলে দিলো। সংবাদ সংস্থা পিটিআই এর অনুযায়ী, FATF আর্থিক তছরুপ আর টেরর ফান্ডিং এ ৪০ এর মধ্যে ৩২ প্যারামিটারে পাকিস্তান অযোগ্য হয়েছে। গত সপ্তাহে ইসলামাবাদ ৪৫০ পাতার দস্তাবেজ পেশ করেছে। যার মধ্যে সরকার দ্বারা করা বর্তমান আইন ব্যাবস্থায় বদল আর বিগত এক বছরে পাকিস্তানে ঘাঁটি গেঁড়ে বসে থাকা জঙ্গিদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো লেখা আছে।

   

পাকিস্তান এটাও দাবি করেছিল যে, তাঁরা লস্কর-এ-তইবা এবং জামাত-উদ-দাওয়া এর প্রধান হাফিজ সাইদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে সমস্ত জঙ্গি সংগঠন গুলোর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পাকিস্তান। টেরর ফান্ডিং আর আর্থিক তছরুপ মামলায় পাকিস্তান ১১টি প্যারামিটারের মধ্যে ১০টিতে খুব খারাপ হাল করেছে। এফএটিএফ-এর তরফে জানানো হয়, অক্টোবর মাসের মধ্যে রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযান চালাতে হবে পাকিস্তানকে। যদি ইমরান খান সরকার এই নির্দেশিকা না মানে, তাহলে ফের তাদের কালো তালিকাভুক্ত করা হতে পারে বলেই খবর।

২০১৮ সালের জুন মাসের আগে FATF গ্রে লিস্টে ফেলেছিল পাকিস্তানকে । এরপরেও আর্থিক তছরুপ ও সন্ত্রাসবাদ তহবিল গঠন বন্ধ করার মতো বিষয়ে অনেক দুর্বল বলেই বিবেচিত হয় পাকিস্তান। আর তার ফলে ২০১৮ সালের জুন মাস থেকেই কালো তালিকাভুক্ত করা হয় পাকিস্তানকে। তারপরেই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা করা হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর