কাগজের নোটের ভবিষ্যৎ অন্ধকার! ভরসা বাড়ছে প্লাস্টিক মুদ্রায়! এবার জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ

বাংলাহান্ট ডেস্ক : আর কাগজের নোটের উপরে ভরসা নেই পাকিস্তানের (Pakistan)। নোট বদলে ফেলার চিন্তাভাবনা করছে আর্থিক সঙ্কটের জেরবার অবস্থায় থাকা পাকিস্তান (Pakistan)। স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের (State Bank of Pakistan) পক্ষ থেকে কাগজের নোট বাজার থেকে তুলে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিবর্তে নিয়ে আসা হতে পারে প্লাস্টিকের নোট।

পাকিস্তানের (Pakistan) প্লাস্টিকের নোট

চলতি বছরে শেষের দিকে প্লাস্টিকের নোট বাজারে নিয়ে আসতে চায় ইসলামাবাদ। প্লাস্টিকের নোটের সুরক্ষা ব্যবস্থা হবে আরও উন্নত। কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর জামিল আহমেদ প্লাস্টিকের নোটের কথা জানিয়েছেন সেনেটের ব্যাঙ্কিং ও অর্থনীতি সংক্রান্ত কমিটিকে। তিনি জানান, ১০, ৫০, ১০০, ৫০০, ১০০০ এবং ৫০০০ পাকিস্তানি রুপির (Pakistan Rupee) নোট পরিবর্তন করে নতুন নোটবাজারে আনা হবে।

আরোও পড়ুন : ওমা একী! ৭ ঘন্টার মিটিং সারতে নমোর এতক্ষণের ট্রেন জার্নি! ‘রেল ফোর্স ওয়ান’র বিশেষত্ব কী জানেন?

চলতি বছরের ডিসেম্বরের কাগজের নোটের পরিবর্তে আসবে নতুন প্লাস্টিকের নোট। তবে পুরো নোটগুলি ৫ বছরের জন্য বাজারে থাকবে। ধীরে ধীরে সেগুলি বাজার থেকে তুলে নেওয়া হবে। প্লাস্টিকের নোট বাজারে আনার সঙ্গে সঙ্গে সমস্ত পুরোনো নোট একসঙ্গে তুলে নেওয়ার কোন পরিকল্পনা নেই।

আরোও পড়ুন : অপেক্ষার অবসান, হঠাৎ উল্টো সুর সরকারের! সরকারি কর্মীদের কাছে গেল গুরুত্বপূর্ণ চিঠি

বৈঠকে পাকিস্তান স্টেট ব্যাঙ্কের গভর্নর জানান, প্রথমে একটি রাশির নোট বাতিল করে মানুষের মধ্যে তার প্রভাব বিচার করা হবে। যদি মানুষের উপর তা ইতিবাচক প্রভাব ফেলে তাহলে বাজারে পুরনো নোটের সঙ্গে বদলে ফেলা হবে প্লাস্টিকের অন্য নোটগুলিকেও। সেনেটের ওই বৈঠকে ৫০০০ পাকিস্তানি (Pakistan) রুপির নোট একেবারে বন্ধ করার প্রস্তাব দেন এক সদস্য।

pakistan 5

তবে তাতে মত দেননি সেদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। প্রসঙ্গত, পলিমার প্লাস্টিকের নোট এখনো পর্যন্ত বিশ্বে প্রায় ৪০ টি দেশের ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্লাস্টিকের নোট জাল করা বেশ মুশকিল। এতে উন্নত মানের সুরক্ষা ব্যবস্থা থাকে। ১৯৯৮ সালে প্রথম পলিমার প্লাস্টিকের নোট চালু করেছিল অস্ট্রেলিয়া।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর