চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন অধিনায়ক পেল পাকিস্তান! কার ওপর রাখা হল ভরসা?

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি রবিবার মোহাম্মদ রিজওয়ানের নাম পাকিস্তানের (Pakistan) নতুন সাদা বলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন। পাশাপাশি, সালমান আলী আগাকে সহ-অধিনায়ক করা হয়েছে। আসন্ন অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরের জন্য দল ঘোষণার কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা সামনে এসেছে। জানিয়ে রাখি যে, বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পরে আশা করা হয়েছিল যে তাঁর পরে এই দায়িত্ব হস্তান্তর করা হবে মোহাম্মদ রিজওয়ানের কাছে। সেই অনুমানই এবার সত্য প্রমাণিত হল।

পাকিস্তান (Pakistan) পেল নতুন অধিনায়ক:

পাকিস্তানের (Pakistan) অধিনায়ক হলেন মোহাম্মদ রিজওয়ান: এই ঘোষণার সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মহসিন নকভি বলেন, “আমরা তাঁকে (রিজওয়ান) সব ধরণের সহায়তা দেব। আমাদের তরুণ প্রতিভাকে সমর্থন করতে হবে এবং আমাদের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামোকেও শক্তিশালী করতে হবে।” তিনি আরও জানান যে, “বাবর আজমকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়নি। ওই ডানহাতি ব্যাটার এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তিনি তার খেলায় আরও মনোযোগ দিতে চেয়েছিলেন।”

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে বাবর আজম ঘোষণা করেছিলেন যে, তিনি তাঁর পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে পাকিস্তানের সীমিত ওভারের দলের অধিনায়কত্ব ছাড়ছেন। তবে, প্রথম টেস্টে খারাপ পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে দলে রাখা হয়নি বাবরকে।

আরও পড়ুন: মাত্র 699 টাকায় মিলবে 4G ফোন! দীপাবলির উপহার নিয়ে হাজির হলেন মুকেশ আম্বানি

এদিকে, মোহাম্মদ রিজওয়ানের কথা বলতে গেলে, তিনি পাকিস্তানের (Pakistan) হয়ে এখনও পর্যন্ত তিনি ৭৪ টি ODI ও ১০২ টি T20 ম্যাচ খেলেছেন। উভয় ফরম্যাটে রিজওয়ানের গড় ৪০.১৫ (ODI) এবং ৫৮.৭২ (T20)। ODI-তে রিজওয়ান ২,০৮৮ রান করেছেন। যার মধ্যে ৩ টি সেঞ্চুরি এবং ১৩ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। যেখানে তাঁর সর্বোচ্চ রান হল অপরাজিত ১৩১। একই সঙ্গে আন্তর্জাতিক T20-তে তিনি ৩,৩১৩ রান করেছেন। যেখানে তিনি ১ টি সেঞ্চুরি এবং ২৯ টি হাফ-সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন: পুরো কেরিয়ারে যা হয়নি ২০২৪ সালে সেটাই করলেন বিরাট! অনুরাগীরা হলেন হতাশ

দলে ফিরেছেন বাবর আজম ও শাহীন আফ্রিদি: জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI ও T20 সিরিজের জন্য বাবর আজম, শাহীন আফ্রিদি ও নাসিম শাহকে বেছে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর দল থেকে বাদ পড়েন এই ৩ খেলোয়াড়। এদিকে, জিম্বাবোয়ের বিরুদ্ধে T20 সিরিজে এই ৩ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর