৩৭০ রদের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘের শরণাপন্ন পাকিস্থান।

 

   

 

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদ করেছে ভারত সরকার।এই সিদ্ধান্তের পর থেকেই বেজায় চোটে পাকিস্থান। এবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে  রাষ্ট্রসঙ্ঘের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। কিন্তু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কারুর পক্ষেই কোনো মন্তব্য করতে চায়নি মহাসচিব আন্তোনিও গুতেরেসের অফিস। রাষ্ট্রসঙ্ঘের আফিসের তরফ থেকে জানানো হয়, রাষ্ট্রসঙ্ঘ উদ্বেগজনক পরিস্থিতির দিকে নজর রাখছে। মহাসচিব, সব পক্ষকেই সংযত থাকতে বলেছেন। আপাতত এটুকুই বলা যায়।

 

কাশ্মীরের এই পরিস্থিতি সম্পর্কে নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই টুইট করে জানিয়েছেন কাশ্মীরের শিশু-মহিলাদের সুরক্ষা নিয়ে তিনি চিন্তিত। তাঁর আশা, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষই বিষয়টি মাথায় রাখবে। তিনি মনে করেন, বিভেদ বা মতের অমিল থাকা সত্বেও মানবাধিকার, শিশু-মহিলাদের সুরক্ষায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে। শান্তির পথেই, কাশ্মীর সমস্যার সমাধান, লক্ষ্য হওয়া উচিৎ।

 

রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদের মন্তব্য, নেতাদের আটক, যোগাযোগ ব্যবস্থা বন্ধে তারা উদ্বিগ্ন। জম্মু-কাশ্মীর থেকে কোনরকম তথ্য না আসায় উদ্বিগ্ন তারা।

 

সম্পর্কিত খবর