এক সপ্তাহে দু’বার, ফের বিস্ফোরণ করাচিতে! বোমা হামলায় বাড়ছে নিহত-আহতদের সংখ্যা

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) করাচির (Karachi) খারাদার এলাকার নিউ মেমন মসজিদের কাছে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে, এতে একজন মহিলা নিহত হয়েছেন এবং কমপক্ষে ১২ জন আহত হন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাও জাহির করা হয়েছে। জিও নিউজের খবর অনুযায়ী, খারাদার এলাকার জনাকীর্ণ বোল্টন মার্কেটের কাছে বিস্ফোরণটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই বিস্ফোরণের কারণ খুঁজে বের করছে। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, বিস্ফোরণের লক্ষ্য ছিল পুলিশের গাড়ি।

একই সঙ্গে ডন নিউজ টিভিতে দেখানো ফুটেজ অনুযায়ী, এই বিস্ফোরণে একটি মোটরসাইকেল, একটি রিকশা ও একটি পুলিশ মোবাইল কার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফুটেজে লোকজনকে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গিয়েছে। একই সঙ্গে বিস্ফোরণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, বিস্ফোরণটি এতটাই প্রচণ্ড ছিল যে এর শব্দ দূর দূরান্তে শোনা যায়।

আপনাদের বলে দিই যে, এক সপ্তাহের মধ্যে করাচিতে এটি দ্বিতীয় বিস্ফোরণ। এর আগে ১৩ মে গভীর রাতে পাকিস্তানের করাচিতে একটি বোমা বিস্ফোরণ এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। জানা যায়, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, লোকজন এর শব্দ দূর-দূরান্তে শুনতে পান এবং আশেপাশে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়। করাচির সদর এলাকায় ওই বিস্ফোরণ ঘটেছিল। একইসঙ্গে এই বিস্ফোরণের সময় বাজারে লোকজনের সমাগম বেশ ভালোই ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই বোমা হামলায় প্রায় দুই কেজি বিস্ফোরক এবং আধা কিলো বল বিয়ারিং ব্যবহার করা হয়েছিল। এই বিস্ফোরণটি একটি টাইমার দিয়ে করা হয়েছিল। সিন্ধু এবং বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী দলগুলি এর দায় স্বীকার করেছে। করাচি পুলিশ একে সন্ত্রাসী হামলা বলছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর