পাকিস্তানে ধর্ষকদের লিঙ্গচ্ছেদ করার আইন পাশ ইমরান খানের মন্ত্রীসভায়

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানি (Pakistan) মিডিয়ায় মঙ্গলবার জারি একটি খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) একটি আইনকে নীতিগত মঞ্জুরি দিয়েছেন, যেটিতে ধর্ষণে দোষীদের রাসায়নিক ভাবে লিঙ্গচ্ছেদ করা এবং যৌন উৎপীড়ন মামলায় দ্রুত শুনানির নিদান আছে।

পাকিস্তানের জিও টিভির খবর অনুযায়ী, ক্যাবিনেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর পাকিস্তানের আইন মন্ত্রণালয় ধর্ষণ-বিরোধী অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে। যদিও, এই বিষয়ে এখনও কোনও অফিসিয়ালি ঘোষণা হয়নি। খবর অনুযায়ী, খসড়ায় পুলিশি ব্যবস্থায় মহিলাদের ভূমিকা বাড়ানো, ধর্ষণের মামলায় দ্রুত শুনানি আর স্বাক্ষিদের সুরক্ষা দেওয়া।

খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ধর্ষণ গুরুতর মামলা আর এই মামলায় দেরি করা সহ্য হবে না। উনি বলেছেন, আমরা আমাদের নাগরিকদের জন্য সুরক্ষিত পরিবেশ বানাতে চাই। প্রধানমন্ত্রী বলেন, ধর্ষিতারা কোনও ভয় ছাড়াই অভিযোগ দায়ের করতে পারবেন আর সরকার ওনার পরিচয় গোপন রাখবে।

রিপোর্ট অনুযায়ী, কয়েকজন মন্ত্রী ধর্ষণে অভিযুক্তদের সার্বজনীন স্থলে ফাঁসি দেওয়ার সুপারিশ করেছেন। ক্ষমতায় থাকা পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ এর সাংসদ ফৈসল জাভেদ ক্ষান ট্যুইটারে লেখেন, এই আইন খুব শীঘ্রই সংসদে পেশ করা হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর