ভারতীয় সেনার রুদ্ররুপে ভয় পেলো পাকিস্তান! তড়িঘড়ি ভারতীয় রাজদূতকে করল তলব

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের তরফ থেকে তঙ্গধারে যুদ্ধ বিরতি লঙ্ঘন করা হয়। পাকিস্তানের এই যুদ্ধ বিরতি লঙ্ঘনে ভারতের দুই জওয়ান শহীদ হন। এরপর ভারতের বীর সেনা মাত্র দুই ঘণ্টার ভিতরে তাঁদের দুই সতীর্থের মৃত্যুর বদলা নেয়। ভারতীয় সেনা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) নিলম ভ্যালিতে এত বোমা নিক্ষেপ করে যে, পাকিস্তানের বুক কেঁপে ওঠে। ভারতীয় সেনার জবাবি পদক্ষেপে PoKতে পাক সমর্থিত জঙ্গিদের আস্তানা ধ্বংস করে দেয়।

PicsArt 10 20 02.49.03

ভারতীয় সেনা তাঁদের দুই সতীর্থদের মৃত্যুর বদলা পাঁচ জঙ্গিকে মেরে নেয়। ভারতীয় সেনার এই পালটা হানায় পাকিস্তানের জঙ্গি আর সেনা মিলিয়ে প্রায় ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ভারতের পালটা হানায় পাকিস্তানের মনে চরম ভয় ঢুকে যায়। এরপর পাকিস্তান তাঁদের দেশে থাকা ভারতের হাইকমিশনারকে জরুরি তলব পাঠায়। পাকিস্তানের বিদেশ মন্ত্রালয় ভারতের হাইকমিশনার আলুওয়ালিয়াকে তলব করে।

ভারতীয় সেনা রবিবার পাকিস্তানের যুদ্ধ বিরতি লঙ্ঘনের জবাব দিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা পাকিস্তান সমর্থিত জঙ্গিদের চারটি লঞ্চ প্যাড ধ্বংস করে দেয়। ভারতীয় সেনার পালটা হানায় পাক সমর্থিত জঙ্গি এবং পাকিস্তানের ৩০ জন সেনার নিকেশ হওয়ার খবর আসছে। ভারতীয় সেনা আর্টিলারি গান দিয়ে পাকিস্তানের সেনা ছাউনি আর জঙ্গিদের শিবিরে অ্যাটাক করে, এর ফলে পাকিস্তান ব্যাপক ক্ষয়ক্ষতির সন্মুখিন হয়।

images 2019 10 20T144637.550

এর আগে পাকিস্তান সন্ত্রাসীদের ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছিল এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল। যার জবাবে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে। ভারতের দেওয়া জবাবের পরে বলা হচ্ছে যে POK অবস্থিত সন্ত্রাসী শিবিরগুলি অনেক ক্ষতি হয়েছে। ভারতীয় সেনা পাকিস্তানের নিলাম ভ্যালির হেডকোয়ার্টার টার্গেট করেছে। পাকিস্তান নিলাম ভ্যালির এলাকা জুড়ে এমারজেন্সি জারি করেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর