পাকিস্তানেই সুরক্ষিত নয় পাকিস্তানের সংসদ;তাই তিনি আশ্রয় চান ভারতে

 

   

অমিত সরকার: ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ দলের বিধায়ক বলদেব কুমার এখন ভারতে রাজনৈতিক আশ্রয় দাবি করছেন। প্রসঙ্গত খাইবার পাথতুনখাওয়ার বারিকোটের বিধায়ক বলদেব কুমারের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলাও করা হয়েছিল। খাইবার প্রদেশের মুখ্যমন্ত্রী শরন সিং-এর এক পরামর্শদাতাকে খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কিন্তু প্রমাণের অভাবে তাঁকে মুক্তি দেওয়া হয়।

এই ঘটনার পর তিনি সপরিবারে ভারতে চলে আসেন এবং এখানেই পাকাপাকিভাবে রাজনৈতিক আশ্রয় দাবি করছেন। কারণ আর সেখানে ফিরে যেতে চান না তিনি। সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে বলদেব কুমার জানিয়েছেন, পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদের ওপর নির্বিচারে অত্যাচার চালানো হচ্ছে।

সম্পর্কিত খবর