“মেলবোর্নের মাঠটা আমি ভালোই চিনি, ভারতকে বড় সমস্যায় ফেলবো”, হুমকি পাকিস্তানের পেসারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত সকল দেশগুলি। প্রত্যেকেই কোনও না কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর ঠিক তিন সপ্তাহ। যথাসম্ভব সকল বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ম্যাচ প্র্যাক্টিস দিয়ে নিতে চাইছে প্রতিটি দেশের ক্রিকেট অধিনায়ক।

এইমুহূর্তে দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের নিজেদের দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলা সম্পন্ন করে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জয় পেয়েছে রোহিত শর্মার ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেও তারা জয় পেয়ে ১-০ লিড নিয়েছে।

suryakumar mom,

অপরদিকে নিজেদের ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। তার মধ্যে পাঁচটি ম্যাচ হয়ে গিয়েছে এবং পাকিস্তান ৩-২ ফলে আপাতত এগিয়ে রয়েছে। ইংল্যান্ডের ক্রিকেটাররাও পাকিস্তানের মাটিতে হাড্ডাহাড্ডি লড়াই করছে এবং প্রত্যেকটি ম্যাচেই উত্তেজনার চরম সীমায় পৌঁছে যাচ্ছে।

এরইমধ্যে বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ভারতের প্রতি হুঙ্কার ছেড়ে রাখলেন পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ। তিনি বলেছেন, “গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার সময় যতটা চাপ অনুভব করতাম এখন টানা দুই ম্যাচে ওদের বিরুদ্ধে খেলার পর আর অতটা চাপ অনুভব করছে না। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাকে নিজের সেরাটা দিতে হবে।”

তিনি আরও যোগ করে বলেছেন, “আমি খুব খুশি যে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হচ্ছে। আমি আগে মেলবোর্ন স্টারস দলের হয়ে খেলার দৌলতে বেশ কয়েকবার ওই মাঠে খেলেছে এবং আমার খুব স্পষ্ট ধারণা রয়েছে কিভাবে বোলিং করলে সাফল্য পাওয়া যাবে ওই মাঠে। ভারতের কাজটা একেবারেই সহজ হবে না।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর