বিশ্বকাপের আগে ভারতীয় দলের বিরুদ্ধে ভয়ে কাঁপছে পাকিস্তান! মন্তব্য প্রাক্তন পাক ক্রিকেটারেরই

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর বাকি রয়েছে মাত্র দুই দিন। তারপর ভারতের মাটিতে আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) খেতাব ছোঁয়ার লড়াই। আর এই গোটা বিশ্বকাপে যে ম্যাচটি নিয়ে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি উৎসাহিত হয়ে রয়েছে সেটি হল আগামী ১৪ তারিখ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হতে চলা ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দলের (Indian Cricket Team) সামনে যখন বাবর আজম (Babar Azam) নিজের পাকিস্তান দলকে (Pakistan Cricket Team) নিয়ে মাঠে নামবে তখন ক্রিকেটপ্রেমীরা নিজেদের নিশ্বাস বন্ধ করে অপেক্ষা করবেন প্রতিটা মুহূর্ত উপভোগ করার জন্য।

তবে সাম্প্রতিক অতীতে ভারত বনাম পাকিস্তান ওডিআই ম্যাচগুলিতে ভারতের পাল্লা যথেষ্ট ভারী। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর থেকে ভারতের বিরুদ্ধে আর এই ফরম্যাটে জয় পায়নি পাকিস্তান। চলতি বছরে এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে দুই দলের মধ্যে শেষবার ওডিআই ফরম্যাটে সাক্ষাৎ হয়েছিল।

এবার পাকিস্তানের সাম্প্রতিক অতীতে ভারতের বিরুদ্ধে এই ফরম্যাটে ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটের মঈন খান। আসন্ন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সংখ্যাগরিষ্ঠ ক্রিকেট অনুরাগীরা ভারতকেই ফেভারিট হিসেবে দেখছে। তিনিও তার ব্যাতিক্রম নন এবং তার পেছনে একটি বিশেষ কারণও দেখিয়েছেন তিনি।

babar laugh

আরও পড়ুন: ভারত নয়, বিশ্বকাপ জয়ের জন্য এই দল ফেভারিট! BCCI ও রোহিতকে সতর্ক করলেন আকাশ চোপড়া

তিনি মনে করেন এই পাকিস্তান দলের মধ্যে একতা নেই। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, “আমি স্পষ্ট দেখেছি ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অন্যান্য সিনিয়র ক্রিকেটাররা যেমন শাহীন আফ্রিদি, মহম্মদ রিজওয়ান বা শাদাব খান-এর মধ্যে কেউই পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কাছে গিয়ে তাকে পরামর্শ দিতে চাননি। যদি বা দিয়েও থাকেন তাহলে বাবর নিজের পরিকল্পনা থেকে সরে যাননি।”

আরও পড়ুন: আচমকাই মাথায় হাত রোহিত ও BCCI-এর! ভারতীয় দল ছাড়ার ইঙ্গিত দিলেন এই তারকা ক্রিকেটার

এরপর তিনি আরও একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি মনে করেন যখন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে নামছে তখন চাপ এত বেশি উড়ছে তাদের ওপর যে তারা ভীত হয়ে পড়ছে। একজন ক্রিকেটার হিসেবে মাঠের মধ্যে সব সময় নিজেদের ১০০ শতাংশ না দিলে এইরকম হাইভোল্টেজ ম্যাচ জেতা যায় না বলে মঈন জানিয়েছেন। আর এই রকম মানসিকতা নিয়ে যে ভারতের মতো দলের বিরুদ্ধে সাফল্য পাওয়া যায় না সেটা তার কাছে খুবই স্পষ্ট।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর