নাক কাটল পাকিস্তানের! ইমরান খানকে ভিখারি বলে ট্রেন্ড টুইটারে

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জনে।চীন এবং দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি সাময়িক উন্নত হলেও ইরান ও ইতালিতে মৃত্যু মিছিল বাড়ছেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরানের পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে বিশাল-বিশাল গণকবর খোঁড়া  হয়েছে। এমনকি দেশের অনেক স্কুল, অফিস, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ছাড়িয়েছে।বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, পর্যটনকেন্দ্র। এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর,

ইতিমধ্যে ভারতে সেরে উঠেছেন ১৪ জন করোনা আক্রান্ত এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্ত হয়েছে ৩৬ জন ও মৃত্যু হয়েছে ১ জনের। তার পরেই আছে কেরল ২৪ জন, উত্তরপ্রদেশ ১৪ জন ও কর্ণাটকে ১১ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে।সর্বোপরি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে একটি ভিডিও পোস্ট করেছিলেন।

ভিডিওতে দেখা গেছে, তিনি করোনা ভাইরাস নামে উন্নত দেশগুলির আর্থিক সহায়তা চাইছেন। পাকিস্তানে, করোনার পজিটিভের সংখ্যা গত দুই দিনে ৩৪থেকে ২৩৬- এ গিয়ে দাড়িয়েছে। এই ভিডিওতে তাকে বলতে দেখা গেছে “করোনার সাথে লড়াই করার মতো পর্যাপ্ত চিকিৎসা সুবিধা আমাদের নেই। এটি উদ্বেগের বিষয় এই অবস্থা কেবল পাকিস্তান নয়, ভারতে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এবং আফ্রিকান দেশগুলিতেও। এটির লড়াই করার ক্ষমতা আমাদের নেই ।আমাদের পর্যাপ্ত সংস্থান নেই। অর্থনৈতিক মন্দার কারণে আমি ক্ষুধা ও দারিদ্র্য নিয়েও উদ্বিগ্ন। এই কারণে, এটিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে”।

বিশেষ বিষয়টি হ’ল মাত্র দু’দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সার্ক দেশগুলির প্রধানদের সাথে ভিডিও সম্মেলন করেছিলেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এটিকে গুরুত্ব দেয়নি।  তিনি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মির্জা করোনার মতো মহামারী ব্যতীত জম্মু ও কাশ্মীরের বিষয়টিও উত্থাপন করেছিলেন।  এতে তাকে করোনার বিরুদ্ধে লড়াই করতে বিশ্বের কাছে সাহায্য চাইতে দেখা গেছে ।

সম্পর্কিত খবর