কমনওয়েলথের বদলা এশিয়া কাপে, পাকিস্তানের কাছে প্রথম হারের মুখ দেখলো ভারতীয় মহিলা দল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসের বদলা এশিয়া কাপে। চলতি বছরে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা দল এবং পাকিস্তান মহিলা দল শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিল। সেবার একপেশে ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিলেন হরমনপ্রীতরা। আজ এশিয়া কাপের ত্রয়োদশতম ম্যাচে সেই হারের বদলা নিলো মুনিবা সিদ্দিকীরা। বাংলার রিচা ঘোষের মরিয়া চেষ্টা সত্ত্বেও ১৩ রানের ব্যবধানে হারের মুখ দেখতে হলো ভারতকে। এশিয়া কাপে এই প্রথমবারের জন্য পাকিস্তানের কাছে হারের মুখ দেখলো ভারতীয় মহিলা দল।

এই হারের ফলে অবশ্য পয়েন্টস টেবিলে তেমন বড় কোনও প্রভাব পরল না। ম্যাচ হেরেও শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দল। চার ম্যাচে এর আগের তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে সবথেকে এগিয়ে স্মৃতিরা। সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে পাকিস্তান। নেট রান রেটে পিছিয়ে রয়েছে তারা।

আজ শুরুতেই টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক। পাখিরা তেমন কিছু করতে না পারলেও নিদা ডারের ৩৭ বলে ৫টি চার ও ১টি ছক্কা সহযোগে করা ৫৬ রানের ইনিংসটিপাকিস্তানকে ১৩০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে। ভারতের হয়ে দুরন্ত বোলিং করে তিনটি উইকেট নেন দীপ্তি শর্মা এবং দুটি উইকেট নেন পূজা ভাস্ত্রেকর।

ম্যাচে শেফালী ভার্মা ওপেন করেননি স্মৃতি মান্ধানা সঙ্গে। মেঘনা ও স্মৃতি সেট হয়েও বড় রান করতে ব্যর্থ হন। গোটা ভারতীয় মডেল অর্ডারে আজকে এমন কেউ ছিলেন না যে ভারতকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারতেন না। শেষ দিকে নেমে উইকেটরক্ষক ব্যাটার, রিচা ঘোষ আগ্রাসী ব্যাটিং করেন। গত দুই ম্যাচে টপ অর্ডারের সুযোগ পেলেও আজ কোন অজ্ঞাত কারণে তাকে আট নম্বরে ব্যাটিং করতে নামানো হয়। ১৩ বলে ২৬ রানের একটি আগ্রাসী ইনিংস খেলে ভারতকে স্বপ্ন দেখার ছিলেন তিনি। কিন্তু ১০ বলে ১৭ রান বাকি এমন অবস্থায় রিচা আউট হতেই ভারতের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। ১৯.৪ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে যায় ভারত।

ভারত নিজেদের পরবর্তী ম্যাচে সিলেটের মাটিতে মুখোমুখি হবে আয়োজক বাংলাদেশের। পাকিস্তানের কাছে হারের ধাক্কা কাটিয়ে সেই ম্যাচে ফের একবার জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন রিচারা। বাংলাদেশে এইমুহূর্তে তিন ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে। জয়ের জন্য মরিয়া থাকবে তারাও।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর