করোনা সাথে লড়াই করতে ২০ হাজার কোটি টাকা ঋণ চাইল পাকিস্তান

বাংলাহান্ট ডেস্কঃ আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তান (Pakistan) এবার IMF এর সামনে হাত পাতার জন্য তৈরি হচ্ছে। দেশের গরীবির জন্য নয়, এবার তাঁরা সাহায্য চাইছে করোনাভাইরাসের (Coronavairas) জন্য। করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য পাকিস্তান নিজের দেশের সরকারী হাসপাতাল এবং ল্যাব পরিষেবা বাড়ানোর জন্য বিশ্ব ব্যাংক থেকে ২০ কোটি ডলার আর্থিক সাহায্য চেয়েছে। অর্থাৎ প্রায় ১৫০০ কোটি টাকা ধার হিসাবে চেয়েছে পাকিস্তান।

পাকিস্তানের যোজনা কমিশনের চেয়ারম্যানের অধ্যক্ষের বৈঠকে করোনা (COVID-19) পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আলোচনা করা হয়। এর মধ্যে বিশ্ব ব্যাংকের স্থানীয় প্রবক্তা মারিয়াম আলতাফ বলেন, ‘করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পাকিস্তান এবং বিশ্ব ব্যাংকের মধ্যে ২০ কোটি ডলার টাকার আর্থিক সাহায্যের বিষয়ে আলোচনা চলছে’। অন্যদিকে করোনা ভাইরাসকে কেন্দ্র করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান এক টিভি চ্যানলে সাক্ষাতকারে বলেন, ‘অন্য দেশের মতো পাকিস্তানে সবকিছু বন্ধ রাখা সম্ভব হবে না। কারণ পাকিস্তান অনেকটাই গরীব দেশ। যদি সব বন্ধ রাখা হয় তাহলে, আর্থিক ব্যবস্থায় আগের থেকে আরও অবন্নতি ঘটবে’। এর অর্থ হল পাকিস্তান সিনেম হল, বাজার, শপিং মল, স্কুল, কলেজ বা অন্যান্য জনবহুল প্রতিষ্ঠান বন্ধ রাখবে না।

তিনি আরও বলেন যে, ‘সব বন্ধ রাখলে পাকিস্তানের মানুষ না খেতে পেয়ে মারা যাবে’। সমগ্র বিশ্বের প্রায় ১৬৯ টি দেশে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। যা এখন পাকিস্তানেও বিস্তার লাভ করেছে। পাকিস্তানে ২৫০ এরও বেশি মানুষের শরীরে এই রোগের জীবাণু পাওয়া গেছে। সবথেকে বেশি প্রভাব পড়েছে পাকিস্তানের সিন্ধ প্রান্তে। শুধুমাত্র এই অঞ্চলে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭০। এছাড়া পাকিস্তানের পাঞ্জাবপ্রান্তে ২৬, বালুচিস্তানে ১৬, খাইবার পাপ্তুনিয়ায় ১৬ এবং পিওকেতে ৫ জন আক্রান্ত হয়েছেন।

করোনা ভাইরাসের ফলে মৃতের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সমগ্র বিশ্বে প্রায় ৮ হাজার মানুষ এই রোগের প্রকোপে পড়ে প্রাণ হারিয়েছেন। ভারতেও এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২। আমেরিকায় এই রোগের ফলে ১০০ এরও বেশি মানুষ মারা গিয়েছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর