বিপাকে পড়ে ভারতের থেকে হাইড্রক্সিক্লোরোকুইন চাইল পাকিস্তান

বাংলাহান্ট ডেস্কঃ চির শত্রুর দেশ পাকিস্তান (Pakistan) এবার ভারতের (India) থেকে সাহায্য চাইল। করোনা ভাইরাসের (COVID-19) প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন চাইল পাক সরকার। বিভিন্ন দেশকে সাহায্য করার পর প্রতিবেশি শত্রু দেশ পাকিস্তানকে কি সাহায্য করবে ভারত, এখন সেই দিকে তাকিয়ে পাকিস্তানবাসী।

hydroxychloroquine sulphate hcqs 400mg 500x500 1

করোনা ভাইরাসের সাময়িক ওষুধ হিসাবে কার্যকর হয়েছে ম্যালেরিয়া রোগের ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন। ভারতে এই ওষুধ বেশি পরিমাণে তৈরি করা হয় বলে, বেশকিছুদিন আগে মার্কিন রাষ্ট্রপতি ভারতের থেকে এই ওষুধের সাহায্য চায়। ভারত সরকারও তার অনুরোধ স্বীকার করে নিয়ে আমেরিকায় এই ওষুধ পাঠায়। তাছাড়াও বিভিন্ন দেশকে তাঁদের প্রয়োজন মত ওষুধ এবং চিকিৎসা দ্রব্য দিয়ে সাহায্য করছে ভারত। এমনকি বেশ কয়েকটি দেশকে খাদ্য শস্য দিয়েও সাহায্য করেছে ভারত। সংকটের এই পরিস্থিতিতেও বিভিন্ন দেশের পাশে দাঁড়াতে বিনা দ্বিধায় এগিয়ে যাচ্ছে ভারত।

এবার ভারতের থেকে হাইড্রক্সিক্লোরোকুইন চাইল পাকিস্তান। সংকটের মধ্যে পড়ে পাক সরকার, ভারত সরকারের কাছে এই ওষুধ চাইল। পাকিস্তানেও করোনা ভাইরাস ভালোই প্রভাব ফেলেছে। এখনও অবধি আক্রান্তের সংখ্যা ৬০০০ -এরও বেশি এবং মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। সংকটের এই পরিস্থিতিতেও পাক সরকার লকডাইন জারী করতে চাইছে না। দুর্বল অর্থনীতির দোহাই দিয়ে, পাক নাগরিকদের জীবন বিপন্ন করে তুলছে।

imran khan sad mood 92 6

ইমরান সরকার পাকিস্তানে চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো উন্নত না করে, উল্টে কবর স্থান বানানোর দিকে বেশি জোর দিয়েছে। কারণে অকারণে বিভিন্ন সময়ে ভারতের উপর প্রাণহানি হামলা চালাতে সহযোগিতা করেছে। এবার সেই ইমরান সরকার বিপাকে পড়ে ভারতের থেকে সাহায্য চাইছে। তবে এই প্রবল সংকটের মধ্যে ভারত সরকার পাকিস্তানকে সাহায্য করবে কিনা, তাই এখন দেখার বিষয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর