তোলাবজি করছিল পাকিস্তানি সেনা, ঘুষ না পেয়ে মারল গুলি

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানি (Pakistan) সেনাদের খারাপ দিকটা আরও একবার সকলের সামনে উঠে এল। POK তে দেখা গেল এই চিত্র। এখন বর্তমানে সমগ্র বিশ্ব করোনা (COVID-19) মোকাবিলা কররা জন্য এক হয়ে লড়ছে, আর অন্য দিকে পাকিস্তান সেনারা তাঁদের আখের গোছাতে ব্যস্ত। পাকিস্তানে বিভিন্ন জায়গায় চলছে লকডাউন। আর এই পরিস্থিতিতে পাকিস্তানি সেনারা তাঁদের নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে।

সংকটময় এই পরিস্থিতিতে কোটিল POK এর একটি ভিডিও সামনে আসে। জিশান আয়ুব নামে এক যুবককে পাকিস্তানি রেঞ্জার্সরা লকডাউন সময়ে চেকপয়েন্টে আটকায়। এবং তাঁর থেকে টাকা পয়সা দাবী করে। কিন্তু ওই যুবক যখন ওখান থেকে চলে যেতে চায়, তখন পাকিস্তানি রেঞ্জার্সরা তাঁর পিছু নিয়ে তাঁকে গুলি মেরে দেয়। এবং তাঁর শরীরটাকে এক পাহাড়ের খাদে ফেলে দেয়। সেখানকার মানুষের দাবী পাকিস্তানি রেঞ্জার্সরা এই লকডাউন সময়ে পাক অধিকৃত কাশ্মীরে তাঁদের ইচ্ছে মত জুলুম চালিয়ে যাচ্ছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, গ্রামবাসী ওই যুবকের শরীরটাকে নিয়ে প্রায় ৬ কিমি রাস্তা পায়ে হেঁটে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কারণ ওই জায়গার আশেপাশে কোন অ্যাম্বুলেন্স বা চিকিৎসা কেন্দ্র ছিল না। এই ঘটনার ভিডিও সামনে আসতেই, জনগণের মনে ভয়ের সঞ্চার হয়। ওই ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে মানুষজন ওই যুবকের শরীরটাকে পাহাড়ি রাস্তা পেরিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে।

এই ঘটনা নতুন নয়। তাঁর কারণ করোনা পরিস্থিতিতে পাকিস্তানি সেনাদের জুলুম ধীরে ধীরে বেড়েই চলেছে। তাঁরা করোনা আক্রান্তদের তুলে এনে POK তে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে প্রায় ২০০ জনকে POK এর মিরপুরের হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। যার ফলে POK এর মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর