ভাইরাল ভিডিও: করোনা ভাইরাসের সাথে লড়তে পাকিস্তানি সাংবাদিক বিলি করল এন্টি ব্যাক্টেরিয়াল স্যানিটাইজার

পাকিস্তানেও এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে কার্যত মৃত্যু বাড়ছে। আর এবার করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম নতুন উদ্যোগ নিয়েছে। পাকিস্তানের একজন রিপোর্টআর তিনি জানান বারবার হাত ধোয়ার মাধ্যমে আমরা করোনা প্রতিরোধ করতে পারবো।

আর এই সংবাদ মাধ্যমে এবার তিনি বলেন করোনা আক্রমণ করার জন্য সাবান একমাত্র রাস্তা। আর এই সংবাদ মাধ্যম হ্যান্ড স্যানিটাইজার ডিস্ট্রিবিউট করেন। আর ওই রিপোর্টআর জানান যে আমরা এই হ্যান্ড স্যানিটাইজার এই কারণ দিচ্ছি যাতে আর কারো এই ভাইরাস না ছড়ায়। 20 সেকেন্ড ধরে দিনে বার বার এই সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার থাকুন।

আর নিজেকেও ভাইরাস থেকে দূরে রাখুন। পাকিস্তানী গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ার তিনি জানান করোনামুক্ত করতে বারবার গরম জল খাওয়া দরকার। আর গরম জল খেলে ফুসফুস আর যকৃত এর কোনো সমস্যা থাকবেনা। তিনি তাই সবাইকে সুস্থ থাকার নিদান দিয়েছেন। এর মধ্যে পাকিস্তান করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৪৮। এবং ইতিমধ্যেই গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০০০। এঁদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে।

আর আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে নরেন্দ্র মোদী গত সপ্তাহে লক ডাউন করেছেন। বাড়িতে থেকে সবাইকে সুস্থ আর সচেতন থাকার নিদান দিয়েছেন। কিন্তু পরিস্থিতি এখনো যেইদিকে এগোচ্ছে তাতে কার্যত একটা ছবি পরিষ্কার আগামী আরো এক মাস এই পরিস্থিতি বিপথে যাবে। পাশাপাশি ইতালি এবং ইরানে এখন যেন মৃত্যু মিছিল। রোজ যে কতো মানুষের মৃত্যু হচ্ছে তা বলার নয়।

সম্পর্কিত খবর