পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ আমিরের ফাঁসির দাবি তুললেন প্রাপ্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

2010 সালে পাকিস্তানের তিন ক্রিকেটার একই ম্যাচে স্পট ফিক্সিং করেছিলেন। সেই তিনজন ক্রিকেটার হলেন মহম্মদ আমির, সলমন বাট এবং মহম্মদ আসিফ। পরে এই তিন ক্রিকেটারের জঘন্য কাজ প্রকাশ্যে এলে তিনজনকেই শাস্তি দেওয়া হয়। শাস্তি কাটিয়ে এই মুহূর্তে পাকিস্তান জাতীয় দলে ফিরে এসেছেন মহম্মদ আমির, তবে পাকিস্তান জাতীয় দলে আর ডাক পান মহম্মদ আসিফ এবং সলমন বাট। এবার প্রাপ্তন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ দাবি করলেন ওই তিনজন স্পট ফিক্সিং করা ক্রিকেটারের অপরাধ অনুযায়ী শাস্তি কম হয়েছে।

জাভেদ মিয়াঁদাদ বরাবরই ঠোঁটকাটা, তিনি সব সময় মুখের সামনে বলতে পছন্দ করেন। তিনি এইদিন বললেন এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটে স্পট ফিক্সিং একটি দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। পাকিস্তান ক্রিকেট ভক্তরা ক্রিকেটারদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এর জন্য সব থেকে বেশি দায়ী মহম্মদ আমির, সলমন বাট এবং মহম্মদ আসিফ। তিনি মনে করেন সারা বিশ্বের কাছে পাকিস্তান ক্রিকেটের অপমান করেছেন এই তিনজন। এনারা শুধু ক্রিকেটের সঙ্গে প্রতারণা করেন নি হাজার হাজার দর্শকের বিশ্বাস নিয়ে খেলা করেছেন। তাই তাদের কঠোর শাস্তির দাবি করেন তিনি।

জাভেদ মিয়াঁদাদ বলেছেন এই তিনজন ক্রিকেটের সাথে প্রতারনা করে সকলের কাছে নিজের পরিবারকেও ছোটো করেছে, সেই সাথে অপমান করেছেন ইসলাম ধর্ম কে। তাই মিয়াঁদাদ বলেন যারা মানুষকে ঠকায়, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই এই তিনজন ক্রিকেটারের ফাঁসির দাবি তুললেন জাভেদ মিয়াঁদাদ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর