বিশ্বকাপের আগেই পাকিস্তানের জন্য দুঃসংবাদ, পাকিস্তানি ক্রিকেটার আসিফ আলির মেয়ে হলেন মৃত

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপের আগেই পাকিস্তানের তরফ থেকে দুঃসংবাদ, মেয়েকে হারিয়েও খেলতে নামছেন পাকিস্তানের আসিফ আলি। ইংল্যান্ডের সাথে সিরিজ চলাকালীন অবস্থাতেই তাঁর বছর দুয়েকের ছোট্ট মেয়ে মারা গেল ক্যানসারে, খবর পাওয়া মাত্রই সিরিজ ফেলে দেশে তড়িঘড়ি ফিরে আসেন তিনি।

তাঁর মেয়ে ফতিমা নূরের পাকিস্তানের সুপার লীগ চলার সময়ই ক্যান্সার ধরা পড়ে। তাই খেলতে আসার আগে মেয়েকে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসার জন্য ভর্তি করে দেন।

   

4e56f images 91

তবে শেষরক্ষা আর হলোনা, ছোট্ট মেয়ে ফাতিমা অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তাই ইংল্যান্ডে চলা সিরিজ ফেলে খবর পাওয়া মাত্রেই তাঁকে উড়ে যেতে হল যুক্তরাষ্ট্রে।

প্রয়ঙ্গত,বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা করলেও সেই দলে জায়গা হয়নি আসিফ আলির। তাই বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার স্বার্থই এরম দূর্গম পরিস্থিতিতেও খেলতে এসেছিলেন তিনি।

ঘটনাটি প্রকাশিত হওয়ার পর থেকেই নানান দেশের ক্রিকেটার দুঃখ প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর