বিসিসিআই এর আপত্তি থাকার জন্য এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ থেকে বাদ পাকিস্তানি ক্রিকেটাররা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী বছর অর্থাৎ 2020 সালের 18 ই মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচ আয়োজন করতে চলেছে। শোনা যাচ্ছিল সেই ম্যাচে এশিয়া একাদশের হয়ে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা একসাথে খেলবেন। কিন্তু সেটা আর সম্ভব হল না অর্থাৎ এশিয়া একাদশের হয়ে কোন পাকিস্তানি ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের মধ্যে আগামী বছর 18 ই মার্চ এবং 19 শে মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করার কথা রয়েছে।

   

আর এই ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই বিসিসিআইয়ের কাছে আবেদন করা হয়েছে ধোনি, বিরাট কোহলি সহ 7 জন ভারতীয় ক্রিকেটার যেন তাদের দেশে অনুষ্ঠিত বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচে এশিয়া একাদশের হয়ে প্রতিনিধিত্ব করেন। ধোনি, কোহলি ছাড়াও আরও যে সমস্ত ভারতীয় ক্রিকেটারদের চাওয়া হয়েছে তারা হলেন রোহিত শর্মা, জুসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা।

বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে এই সাত জনের মধ্যে পাঁচ জনকে বাংলাদেশে গিয়ে ম্যাচ দুটি খেলার অনুমতি দেওয়া হবে। কোন কোন ক্রিকেটারদের পাঠানো হবে সেটা ঠিক করে দেবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। আইসিসি তরফ থেকে এই দুটি ম্যাচ কে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই এই দুটি ম্যাচে স্টেডিয়ামে হাজির থাকার জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কে।

আর এরপরই বিসিসিআই তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো ভারতীয় ক্রিকেটার যদি এই ম্যাচ দুটি খেলে তাহলে সেই ম্যাচে সুযোগ দেওয়া হবে না কোন পাকিস্তানি ক্রিকেটারকে। অর্থাৎ দুই দেশের ক্রিকেটাররা একসাথে খেলবে এটা কখনো সম্ভব নয়। সেই সাথে জানানো হয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ঠিক করে দেবেন কোন কোন ভারতীয় ক্রিকেটার এই ম্যাচ গুলি খেলতে যাবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর