‘এ জার্সি? নাকি তরমুজ!’ আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের নতুন জার্সি দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র এক মাস। অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হবে চলতি বছরের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ। সব দল গুলি এই মুহূর্তে ব্যস্ত বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি পর্ব সেরে নিতে। যেমন, অস্ট্রেলিয়ার সঙ্গে কাল থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলা শুরু করবে ভারতীয় দল। সেই সিরিজ শেষ না হতে হতেই আবারো দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে রোহিত শর্মারা।

প্রস্তুতির দিক দিয়ে দেখতে গেলে পিছিয়ে নেই পাকিস্তান শিবিরও। এশিয়া কাপের ফাইনালে হারের পর এই মুহূর্তে তারা প্রস্তুত হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় দলের মুখোমুখি হয়ে অভিযান শুরু করবে তারা।

সেই সিরিজ শুরুর আগে ফের একবার শিরোনামে বাবর আজমরা। তবে এবার তাদের পারফরম্যান্স আলোচ্য বিষয় নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন জার্সি, যেটি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ব্যবহার করা শুরু করবে, সেটির ছবি লিক হয়ে গিয়েছে। আর তারপর থেকেই সেই নিয়ে নানান রকম মন্তব্য করছেন ক্রিকেটপ্রেমীরা।

pakistan new jersey

পাকিস্তান দলের নতুন জার্সিটি দেখে অনেকেই বলেছেন, এ জার্সি ডিজাইন! নাকি তরমুজের থেকে অনুপ্রাণিত কোন চিন্তাভাবনা! যারা এমনটা দাবি করছেন তাদেরকে খুব একটা দোষও দেওয়া যায় না। পাকিস্তান দলের নতুন এই জার্সির সঙ্গে সত্যিই তরমুজের বহির্ভাগের একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে। তবে জার্সি ডিজাইনের দিকে মনোযোগ না দিয়ে দলের খেলোয়াড়দের থেকে মনোযোগ দেওয়ার কথাও বলছেন একাংশের ক্রিকেটপ্রেমীরা।

পাকিস্তান এখনো অফিশিয়ালি তাদের জার্সি প্রকাশ না করলেও ভারতীয় দল গতকালই মুম্বাইতে নিজেদের নতুন জার্সি প্রকাশ করে দিয়েছে। গত দু’বছর ধরে চলে আসা গারো নীল রঙের বদনে ভারতীয় দলের এই নতুন জার্সিতে আকাশী রং এর আধিক্য বেশি। সকল ভারতীয় ক্রিকেট ফেব্রুয়ারি জার্সিটি খুব পছন্দ হয়েছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর