রাফালের সামনে টিকতে পারবে না পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান, স্বীকারোক্তি চীনা বৈজ্ঞানিকের

বাংলাহান্ট ডেস্কঃ শক্তিশালী যুদ্ধ বিমান রাফাল (rafale), ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। ভারতীয় সেনার এই ক্ষমতাকে দেখে চীনা বৈজ্ঞানিকরাও স্বীকার করতে বাধ্য হয়েছে, ভারতের রাফালের সামনে পাকিস্তানের (Pakistan) যুদ্ধ বিমান JF-17-এর ক্ষমতা খুবই নগণ্য।

বন্ধু দেশ ফ্রান্সের সঙ্গে ৩৬ টি শক্তিশালী যুদ্ধ বিমান রাফাল নিয়ে চুক্তি হয়েছে ভারতের মধ্যে। বর্তমানে ভারতের কাছে এসে পৌঁছেছে ৮ টি রাফাল। অন্যদিকে চীনের সঙ্গে মিলিতভাবে পাকিস্তান রাফালকে টক্কর দিতে JF-17 যুদ্ধ বিমান প্রস্তুত করছে। তবে তারা বুঝতে পেরে গেছে রাফালের কাছে তাদের JF-17 যুদ্ধ বিমান কোন ধোপে টিকবে না।

ফ্রান্সে নির্মিত রাফাল যুদ্ধ বিমানকে বিশ্বের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমানের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে এই বিষয়ে চীনা বৈজ্ঞানিকরা জানিয়েছেন, ‘মোটা টাকার বিনিময়ে ফ্রান্স থেকে রাফাল যুদ্ধ বিমান কিনেছে ভারত। যার কারণে পাকিস্তান কিছুটা চাপে রয়ছে। এই রাফাল যুদ্ধ বিমান বিশ্বের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম। তবে বাস্তবে পাকিস্তান এখনও, এই যুদ্ধ বিমানের বাস্তব রূপের সম্মুখীন হয়নি’।

k skvjbdbvknvk

ভারতকে টেক্কা দেওয়ার জন্য পাকিস্তান এবং চীন যৌথ উদ্যোগে JF-17 যুদ্ধ বিমান প্রস্তুত করছে। পাকিস্তানের কাছে ১০০ টিরও বেশি এই যুদ্ধ বিমান রয়েছে। চীনের চেংদু বিমান কর্পোরেশনের সহযোগিতায় পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এই বিমান নির্মান করছে। এ -5 সি, এফ -7 পি / পিজি, মেরাজ 3 এবং মেরাজ 5 রয়েছে এই যুদ্ধ বিমানে। পাশাপাশি লাইটওয়েট, সিঙ্গেল ইঞ্জিন, মাল্টি-রোল-এর কথা মাথায় রেখেই এই যুদ্ধ বিমান প্রস্তুত করা হয়েছে। এই বিমানের সর্বোচ্চ গতি ১৯৭৫ কিমি/ঘণ্টা। একসঙ্গে ১২৩৮৩ কেজি ওজন তুলতে সক্ষম এই বিমান। বিমানের দৈর্ঘ্য ১৪.৯ মিটার লম্বা এবং ৪.৭ মিটার উঁচু।

full 3

অন্যদিকে রাফালে হল চতুর্থ প্রজন্মের দ্বি-ইঞ্জিনযুক্ত, ক্যানার্ড-ডেল্টা উইং,অত্যাধুনিক অস্ত্রযুক্ত মাল্ট্রোল যুদ্ধের বিমান। অনেক উচ্চতা থেকে এই বিমান ওড়ানো সম্ভব। রাফাল স্থল, বায়ু সর্বক্ষেত্রেই শত্রুর উপর আক্রমণ করতে পারে। যে কোন আবহাওয়ায় দ্রুত কাজ করতে সক্ষম রাফাল। এই বিমানের সর্বোচ্চ গতি ২১৩০ কিমি/ঘণ্টা। এই বিমান একসঙ্গে ২৪৫০০ কেজি ওজন তুলতে সক্ষম। এই বিমান ১৫.৩ মিটার লম্বা এবং ৫.৩ মিটার উঁচু।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর