পরিবেশ বাঁচাতে মোদীকে ভেগান খাবার দেওয়ার পরামর্শ দিলেন পামেলা আন্ডারসন

বাংলা হান্ট ডেস্ক :যেভাবে দূষণ বাড়ছে তাতে একপ্রকার মানুষেরই বাঁচা যেন এক কঠিন লড়াই। দিনে দিনে যেভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাতে পরিবেশকে বাঁচাতে প্লাস্টিক বর্জন করার ব্যাপারে নির্দেশিকা দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ। ইতিমধ্যেই গান্ধী জয়ন্তী উপলক্ষ্য়ে দেশের বাজার থেকে প্লাস্টিকের বেশ কয়েকটি জিনিস নিষিদ্ধ বলে ঘোষনা করা হয়েছে। পাশাপাশি প্লাস্টিককে কম ব্যবহারের জন্য়ও নির্দেশ দেওয়া হচ্ছে।

তবে এই পরিবেশ বাঁচানো নিয়ে যখন দেশ জুড়ে নানা নিধি পরিকল্পনা চলছে ঠিক তখনই মোদীকে এক অভিনব বার্তা দিলেন প্রাক্তন বিগ বস গেস্ট স্টার পামেলা আন্ডরসন। শুক্রবার এই হলিউড মডেল অভিনেত্রী মোদীকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন আর সেই চিঠিতে সমস্ত সরকারি অনুষ্ঠান ও বৈঠকে ভেগান খাবার পরিবেশনের পরামর্শ দেন।

আসলে প্রাণীজাত খাবার-এর কারণেই প্রচুর পরিমানে গ্রিন হাউস গ্য়াস নির্গমন হয় গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য দায়ী। আর তাই দেশের কথা ভেবে এবং পরিবেশ রক্ষার জন্য় প্রাণীজ খাবার বর্জ্যনের কথা বলেন তিনি। ‘পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস’ (পেটা)-র তরফে চিঠিটি লিখেছেন পামেলা।

সম্প্রতি বিশ্বের সবথেকে দূষিত শহরগুলির মধ্যে স্থান পেয়েছে রাজধানী শহর দিল্লী। সেই দিল্লীর দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পামেলা। তাই একদিকে পরিবেশ রক্ষার খাতিরে অন্যদিকে চিন ও জার্মানি ও নিউজিল্যান্ডের মতো দেশকে উন্নততর করে তুলছে ভেগানিজম
বেছে নেওয়ার বার্তা দেন তিনি।

সম্পর্কিত খবর