মাত্র ১০ মিনিটে বাড়ি বসেই তৈরি করুন প্যান কার্ড, আগের থেকেও সরল নিয়ম নিয়ে এল মোদি সরকার

বাংলাহান্ট ডেস্কঃ পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। এটি না থাকলে আপনি অনেক কাজ করতে পারবেন না। আয়কর রিটার্ন ফাইল বা ব্যাংকের 50,000 এরও বেশি পরিমাণে জমা করার জন্য এটি আবশ্যক।

   

বর্তমানে মহামারির কারণে, মানুষ বাড়িতে বাইরে বেরোতে পারছেন না । এই অবস্থায় যদি আপনার একটি প্যান কার্ড না থাকে এবং আপনি একটি নতুন প্যান কার্ড পেতে চান, তাহলে বাড়ি বসেই সেই কাজ সেরে ফেলতে পারেন।আধার কার্ডের তথ্য দিলে তৎকাল অনলাইনের মাধ্যমে আপনি প্যান কার্ড তৈরী করা যাবে।

এই মাস থেকেই চালু হচ্ছে এই নতুন পরিষেবা জানাচ্ছেন রাজ্যস্ব সচিব অজয় ভূষণ পাণ্ডে। প্রসঙ্গত এবছর বাজেট পেশ করার সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান যে আমরা প্যান কার্ডের যে আবেদন করার প্রক্রিয়া সহজ করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। একই সাথে তৎকাল প্যান কার্ডের নম্বর তৈরি করার কথা জানান অর্থমন্ত্রী।

জানা যাচ্ছে, কোন ব্যাক্তি আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে এই পরিষেবা নিতে পারবেন,  প্রয়োজন হবে কেবলমাত্র আধার নম্বরের।এরপর আধার নম্বরের সাথে লিংকড মোবাইল নম্বরে চলে আসবে একটা ওটিপি তারপর শুধু ভেরিফাই করে নিলে তৎকাল জারি করা যাবে প্যান কার্ড। একই সাথে উপভোক্তা নিজের ই-প্যান ডাউনলোড করতে পারবেন।

সম্পর্কিত খবর